ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | সেবাস্তিয়াঁ রোমাঁ টেডি আলের | ||
জন্ম | [১] | ২২ জুন ১৯৯৪||
জন্ম স্থান | রিস-অরাঁজিস, ফ্রান্স | ||
উচ্চতা | ১.৯০ মিটার (৬ ফুট ৩ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | আক্রমণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | বরুসিয়া ডর্টমুন্ড | ||
জার্সি নম্বর | ৯ | ||
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৪:০১, ১৫ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
সেবাস্তিয়াঁ রোমাঁ টেডি আলের (ফরাসি: Sébastien Haller; জন্ম: ২২ জুন ১৯৯৪; সেবাস্তিয়াঁ আলের নামে সুপরিচিত) হলেন একজন ফরাসি–আইভোরীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড এবং কোত দিভোয়ার জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[১] তিনি মূলত কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০১০ সালে, আলের ফ্রান্স অনূর্ধ্ব-১৬ দলের হয়ে ফ্রান্সের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় সাত বছর যাবত ফ্রান্সের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২০ সালে ফ্রান্সের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; কোত দিভোয়ারের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ২৬ ম্যাচে ১০টি গোল করেছেন।
সেবাস্তিয়াঁ রোমাঁ টেডি আলের ১৯৯৪ সালের ২২শে জুন তারিখে ফ্রান্সের রিস-অরাঁজিসে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
আলের ফ্রান্স অনূর্ধ্ব-১৫, ফ্রান্স অনূর্ধ্ব-১৬, ফ্রান্স অনূর্ধ্ব-১৭, ফ্রান্স অনূর্ধ্ব-১৮, ফ্রান্স অনূর্ধ্ব-১৯, ফ্রান্স অনূর্ধ্ব-২০, ফ্রান্স অনূর্ধ্ব-২১ এবং ফ্রান্স অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে ফ্রান্সের প্রতিনিধিত্ব করেছেন। ফ্রান্সের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ৭ বছরে ৫১ ম্যাচে অংশগ্রহণ করে ২৫টি গোল করেছেন।
আলের নিজ দেশে অনুষ্ঠিত ২০২৩ আফ্রিকা কাপ অব নেশন্সের জন্য ঘোষিত কোত দিভোয়ারের ২৭ সদস্যের চূড়ান্ত দলে স্থান পেয়েছিলেন,[১][২][৩] যেখানে তিনি চার ম্যাচে কোত দিভোয়ারের হয়ে সর্বোচ্চ ২টি গোল করেছেন;[৪][৫] এর মাধ্যমে তিনি প্রতিযোগিতাটির শিরোপা জয়লাভ করেছেন।[৬][৭][৮]
দল | সাল | ম্যাচ | গোল |
---|---|---|---|
কোত দিভোয়ার | ২০২০ | ২ | ১ |
২০২১ | ৬ | ২ | |
২০২২ | ৭ | ১ | |
২০২৩ | ৭ | ৪ | |
২০২৪ | ৪ | ২ | |
সর্বমোট | ২৬ | ১০ |