সেভেরা আরহাম নাদিম | |
---|---|
জন্ম | ১৯৭৪ |
পেশা |
|
কর্মজীবন | ১৯৯৫-বর্তমান |
সন্তান | ২[১] |
পিতা-মাতা |
|
সেভেরা নাদিম একজন পাকিস্তানি অভিনেত্রী, প্রযোজক ও পরিচালক।
সেভেরা নাদিমের জন্ম ১৯৭৪ সালে লাহোরের কাশ্মীরি পরিবারে। তার বাবা শহীদ নাদিম একজন বিশিষ্ট সাংবাদিক। তিনি লাহোরের কিন্নায়ার্ড কলেজ থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর এবং দিল্লির ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে পরিচালনা নিয়ে পড়াশোনা করেছেন। শাস্ত্রীয় সংগীত বিষয়েও নাদিম পড়াশোনা করেছেন।[২][৩]
১৯৮৯ সালে পাকিস্তান টেলিভিশনে প্রচারিত তাঁর প্রথম নাটক কিরণ দিয়ে পনের বছর বয়সে সাভেরা নাদিম অভিনয় জীবন শুরু করেন। পরবর্তীকালে তিনি ধারাবাহিক নাটক ইনকার মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন।[৪][৫]
পরিচালক হিসাবে নাদিমের প্রথম কাজ ছিল কাল, পিটিভি এবং জিও টিভিতে প্রদর্শিত একটি টেলিফিল্মে। পরবর্তীকালে, তিনি পিটিভিতে প্রদর্শিত নাটক কুরবাটন কে সিলসিলির তেরটি পর্ব পরিচালনা করেছিলেন।[২]
দ্রষ্টব্য : নাদিম অনেকগুলিও ক্লাসিক পিটিভি ধারাবাহিকে অভিনয় করেছেন, সাম্প্রতিককালে টেলিভিশন কাজের তালিকা নীচে নিম্নরূপ:
নাদিম ২৭ সেপ্টেম্বর ২০১০ থেকে ১ সেপ্টেম্বর ২০১১ পর্যন্ত এএজে টিভির সকালের অনুষ্ঠান আজ সুবেহ-এর উপস্থাপক ছিলেন।[২]
পাকিস্তানি টেলিভিশনের ধারাবাহিক নাটক ইনকারে নাদিমের মুখ্য ভূমিকা ছিল এবং তিনি এই চরিত্রে অভিনয়ের জন্য পাকিস্তান টেলিভিশন পুরস্কারের সেরা নাটক অভিনেত্রীর পেয়েছিলেন।[২]
|শিরোনাম=
অনুপস্থিত বা খালি (সাহায্য)