![]() ২০১৯ সালে সের্জি রোবের্তো | |||
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | সের্জি রোবের্তো কার্নিকার | ||
জন্ম | ৭ ফেব্রুয়ারি ১৯৯২ | ||
জন্ম স্থান | রিউস, স্পেন | ||
উচ্চতা | ১.৭৭ মি (৫ ফু ১০ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | মধ্যমাঠের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | বার্সেলোনা | ||
জার্সি নম্বর | ২০ | ||
যুব পর্যায় | |||
২০০০–২০০৪ | সান্তেস ক্রুস | ||
২০০৪–২০০৬ | জিমনাস্তিক | ||
২০০৬–২০০৯ | বার্সেলোনা | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০০৯–২০১৩ | বার্সেলোনা বি | ১০৬ | (৭) |
২০১০–২০২৪ | বার্সেলোনা | ১৯৯ | (৩) |
জাতীয় দল‡ | |||
২০০৮-২০০৯ | অনূর্ধ্ব-১৭ | ১১ | (৩) |
২০১০–২০১১ | অনূর্ধ্ব-১৯ | ৯ | (০) |
২০১১ | অনূর্ধ্ব-২০ | ৫ | (১) |
২০১১– | অনূর্ধ্ব-২১ | ১৪ | (২) |
২০১৬– | স্পেন | ৩ | (১) |
২০১১– | কাতালোনিয়া | ৬ | (০) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১১ মে ২০২১ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৭ নভেম্বর ২০২০ তারিখ অনুযায়ী সঠিক। |
সের্জি রোবের্তো, যার পুর্ণনামঃ সের্জি রোবের্তো কার্নিকার, (জন্মঃ ০৭ ফেব্রুয়ারি ১৯৯২) একজন স্প্যানিশ ফুটবলার যিনি বার্সেলোনার হয়ে রাইট ব্যাক বা সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে খেলেন।
রোবের্তো তার যুব বয়সের প্রশিক্ষণ শুরু করেন স্থানীয় ক্লাব সান্তেস ক্রুস এ। পরে তিনি জিমনাস্তিক ক্লাবে যোগ দেন। ২০০৬ সালে ১৪ বছর বয়সে তিনি বার্সেলোনার যুব প্রশিক্ষণ কেন্দ্র লা মাসিয়ায় ভর্তি হন। তিনি তার পেশাদার ক্যারিয়ার শুরু করেন বার্সেলোনা বি দলের হয়ে ২০০৯ সালে। ১০ নভেম্বর ২০১০, তার বার্সেলোনা দলে অভিষেক হয়। ২০১৩ সালে তাকে বার্সেলোনা বি দল থেকে বার্সেলোনা মূল দলে অন্তর্ভুক্ত করা হয়। ক্যারিয়ারের শুরুতে তিনি সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে খেললেও পরবর্তীতে তিনি দলের প্রয়োজনে প্রধানত রাইট ব্যাক হিসেবে খেলা শুরু করেন।
সের্জি রোবের্তো স্পেন অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৯, অনূর্ধ্ব-২০ ও অনূর্ধ্ব-২১ দলে খেলেছেন। ২০১৬ সালে রোমানিয়ার বিপক্ষে রোবের্তোর স্পেন জাতীয় দলে অভিষেক হয়।
ক্লাব | মৌসুম | লীগ | কাপ | ইউরোপ | অনান্য | মোট | |||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | ||
বার্সেলোনা বি | ২০০৯-১০ | ২২৯ | ০ | — | ২৯ | ০ | |||||
২০১০-১১ | ২৬ | ২ | — | ২৬ | ২ | ||||||
২০১১-১২ | ২৮ | ৪ | — | ২৮ | ৪ | ||||||
২০১২-১৩ | ২৩ | ১ | — | ২৩ | ১ | ||||||
মোট | ১০৬ | ৭ | — | ১০৬ | ৭ | ||||||
বার্সেলোনা | ২০১০-১১ | ১ | ০ | ১ | ০ | ১ | ০ | ০ | ০ | ৩ | ০ |
২০১১-১২ | ১ | ০ | ২ | ১ | ১ | ১ | ০ | ০ | ৪ | ২ | |
২০১২-১৩ | ১ | ০ | ৩ | ০ | ১ | ০ | ০ | ০ | ৫ | ০ | |
২০১৩-১৪ | ১৭ | ০ | ৬ | ০ | ৪ | ০ | ০ | ০ | ২৭ | ০ | |
২০১৪-১৫ | ১২ | ০ | ৪ | ২ | ২ | ০ | — | ১৮ | ২ | ||
২০১৫-১৬ | ৩১ | ০ | ৬ | ০ | ৮ | ১ | ৪ | ০ | ৪৯ | ১ | |
২০১৬-১৭ | ৩২ | ০ | ৬ | ০ | ৮ | ১ | ১ | ০ | ৪৭ | ১ | |
২০১৭-১৮ | ৩০ | ১ | ৮ | ০ | ৮ | ০ | ২ | ০ | ৪৮ | ১ | |
মোট | ১২৫ | ১ | ৩৬ | ৩ | ৩৩ | ৩ | ৭ | ০ | ২০১ | ৭ | |
সর্বমোট | ২৩১ | ৮ | ৩৬ | ৩ | ৩৩ | ৩ | ৭ | ০ | ৩০৭ | ১৪ |
বার্সেলোনা
স্পেন অনূর্ধ্ব-১৭