![]() ২০১৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে দেস্ত | ||||||||||||||||||||||||||
ব্যক্তিগত তথ্য | ||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | সের্হিনিয়ো জিয়ান্নি দেস্ত[১] | |||||||||||||||||||||||||
জন্ম | [২] | ৩ নভেম্বর ২০০০|||||||||||||||||||||||||
জন্ম স্থান | আলমেরে, নেদারল্যান্ডস | |||||||||||||||||||||||||
উচ্চতা | ১.৭১ মিটার (৫ ফুট ৭+১⁄২ ইঞ্চি) | |||||||||||||||||||||||||
মাঠে অবস্থান | রক্ষণভাগের খেলোয়াড় | |||||||||||||||||||||||||
ক্লাবের তথ্য | ||||||||||||||||||||||||||
বর্তমান দল | বার্সেলোনা | |||||||||||||||||||||||||
জার্সি নম্বর | ২ | |||||||||||||||||||||||||
যুব পর্যায় | ||||||||||||||||||||||||||
২০০৯–২০১২ | আলমেরে সিটি | |||||||||||||||||||||||||
২০১২–২০১৮ | আয়াক্স | |||||||||||||||||||||||||
জ্যেষ্ঠ পর্যায়* | ||||||||||||||||||||||||||
বছর | দল | ম্যাচ | (গোল) | |||||||||||||||||||||||
২০১৮–২০১৯ | ইয়ং আয়াক্স | ১৮ | (১) | |||||||||||||||||||||||
২০১৯–২০২০ | আয়াক্স | ২৩ | (০) | |||||||||||||||||||||||
২০২০– | বার্সেলোনা | ৫১ | (২) | |||||||||||||||||||||||
২০২২–২০২৩ | → এসি মিলান (ধার) | ৮ | (০) | |||||||||||||||||||||||
জাতীয় দল‡ | ||||||||||||||||||||||||||
২০১৬–২০১৭ | মার্কিন যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব-১৭ | ৫ | (০) | |||||||||||||||||||||||
২০১৮–২০১৯ | মার্কিন যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব-২০ | ১২ | (১) | |||||||||||||||||||||||
২০১৯– | মার্কিন যুক্তরাষ্ট্র | ২৬ | (২) | |||||||||||||||||||||||
অর্জন ও সম্মাননা
| ||||||||||||||||||||||||||
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ৩০ জুন ২০২৩ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৫ জুন ২০২৩ তারিখ অনুযায়ী সঠিক। |
সের্হিনিয়ো জিয়ান্নি দেস্ত (স্পেনীয়: Sergiño Dest; জন্ম: ৩ নভেম্বর ২০০০; সের্হিনিয়ো দেস্ত নামে সুপরিচিত) একজন মার্কিন পেশাদার ফুটবল খেলোয়াড় যিনি লা লিগা ক্লাব বার্সেলোনা এবং মার্কিন যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে একজন রাইট ব্যাক হিসেবে খেলেন।
২০০৯–১০ মৌসুমে, মাত্র ৯ বছর বয়সে, ওলন্দাজ ফুটবল ক্লাব আলমেরে সিটির যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে দেস্ত ফুটবল জগতে প্রবেশ করেন এবং পরবর্তীতে আয়াক্সের যুব দলের হয়ে খেলার মাধ্যমেই তিনি ফুটবল খেলায় বিকশিত হয়েছেন। ২০১৮–১৯ মৌসুমে ওলন্দাজ ক্লাব ইয়াং আয়াক্স এর হয়ে খেলার মাধ্যমে তিনি তার পেশাদার ফুটবলার জীবন শুরু করেন, যেখানে তিনি মাত্র ১ মৌসুম অতিবাহিত করেন। ইয়াং আয়াক্সের হয়ে তিনি ১৮ ম্যাচে ১টি গোল করেন। অতঃপর ২০১৯–২০ মৌসুমে তিনি আয়াক্সের মূলদলে যুক্ত হন, যেখানে তিনি এরিক টেন হাগের অধীনে ২০১৯ ইয়োহান ক্রুইফ শিল্ড শিরোপা জয়লাভ করেন। ২০২০–২১ মৌসুমে, তিনি প্রায় ২১ মিলিয়ন ইউরোর বিনিময়ে আয়াক্স হতে স্পেনীয় ক্লাব বার্সেলোনায় যোগদান করেন।[৩]
২০১৬ সালে, দেস্ত অনূর্ধ্ব-১৭ দলের হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেন, যেখানে তিনি ৫ ম্যাচে অংশগ্রহণ করেছিলেন। প্রায় ৩ বছর যাবত মার্কিন যুক্তরাষ্ট্রের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, ২০১৯ সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেন।
ব্যক্তিগতভাবে, দেস্ত বেশ কিছু পুরস্কার জয়লাভ করেছেন, যার মধ্যে ২০১৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জয় অন্যতম। দলগতভাবে, খেলোয়াড় হিসেবে দেস্ত এপর্যন্ত ২টি শিরোপা জয়লাভ করেছেন, যার একটি আয়াক্সের হয়ে এবং অপরটি বার্সেলোনার হয়ে।
ক্লাব | মৌসুম | লিগ | কাপ | ইউরোপীয় | অন্যান্য | মোট | ||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
বিভাগ | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | ||
ইয়াং আয়াক্স | ২০১৮–১৯ | এরেস্তে দিভিজি | ১৭ | ১ | — | — | — | ১৭ | ১ | |||
২০১৯–২০ | এরেস্তে দিভিজি | ১ | ০ | — | — | — | ১ | ০ | ||||
মোট | ১৮ | ১ | — | — | — | ১৮ | ১ | |||||
আয়াক্স | ২০১৯–২০ | এরেডিভিজি | ২০ | ০ | ৪ | ২ | ১০ | ০ | ১ | ০ | ৩৫ | ২ |
২০২০–২১ | এরেদিভিজি | ৩ | ০ | — | — | — | ৩ | ০ | ||||
মোট | ২৩ | ০ | ৪ | ২ | ১০ | ০ | ১ | ০ | ৩৮ | ২ | ||
বার্সেলোনা | ২০২০–২১ | লা লিগা | ৩০ | ২ | ৩ | ০ | ৭ | ১ | ১ | ০ | ৪১ | ৩ |
২০২১–২২ | লা লিগা | ২১ | ০ | ১ | ০ | ৯ | ০ | ০ | ০ | ৩১ | ০ | |
২০২২–২৩ | লা লিগা | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | |
মোট | ৫১ | ২ | ৪ | ০ | ১৬ | ১ | ১ | ০ | ৭২ | ৩ | ||
এসি মিলান (ধার) | ২০২২–২৩ | সেরিয়ে আ | ||||||||||
মোট | ||||||||||||
সর্বমোট | ৯২ | ৩ | ৪ | ২ | ২৬ | ১ | ২ | ০ | ১২৮ | ৬ |
জাতীয় দল | সাল | উপস্থিতি | গোল |
---|---|---|---|
যুক্তরাষ্ট্র | ২০১৯ | ৩ | ০ |
২০২০ | ২ | ০ | |
২০২১ | ১০ | ২ | |
২০২২ | ২ | ০ | |
মোট | ১৭ | ২ |