শরফুদ্দিন | |
---|---|
সেলাঙ্গরের সুলতান | |
সেলাঙ্গরের সুলতান | |
রাজত্ব | ২২ নভেম্বর ২০০১ – বর্তমান |
রাজ্যাভিষেক | ৮ মার্চ ২০০৩ |
পূর্বসূরি | সেলাঙ্গরের সালাউদ্দিন |
উত্তরাধকারী | টিংকু আমির শাহ |
Menteri Besar | |
দাম্পত্য সঙ্গী |
|
বংশধর | টিংকু জেফরিনা টিংকু জাতাশাহ টিংকু আমির শাহ |
ধর্ম | সুনানি ইসলাম |
সুলতান শরফুদ্দিন (জন্ম: ২৪ ডিসেম্বর ১৯৪৫) হলেন মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের নবম এবং বর্তমান সুলতান। ২০০১ সালে ২২ নভেম্বরে তিনি দ্বায়িত্ব পান। [১]
শরফুদ্দিন ১৯৪৫ সালের ২৪ ডিসেম্বর ক্লাং এর ইসতানা জেমাহতে জন্মগ্রহণ করেন। তিনি সেলেঙ্গোরের রাজা মুদা (ক্রাউন প্রিন্স), টেংকু আবদুল আজিজ শাহ'র প্রথম পুত্র। তাঁর প্রথম স্ত্রী রাজা সাইদাতুল ইহসান বিনতে টিংকু বদর শাহ (জন্ম: ১৯৩৩-২০১১)।[২][৩]
তার জন্মগত নাম টিংকু ইদ্রিস শাহ। [৪] তার পিতা ছিলেন সেলাঙ্গোরের হিসামুদ্দিন এবং রাজা জেমাহ,যিনি পরবর্তীতে দ্বিতীয় ইয়াং দি-পারতুয়ান গং এবং মালয়েশিয়ার রাজা পারমাইসুরি গং হন। তাঁর মা ছিলেন সেলাঙ্গোরের সুলাইমান এবং পেরাকের আব্দুল জলিলের নাতনি।[৫] সেই কারণে তার পিতামাতা উভয় ছিলেন চাচাত ভাই-বোন।