সেলিব্রিটি ক্রিকেট লিগ | |
---|---|
দেশ | ভারত |
খেলার ধরন | টুয়েন্টি২০ (২০১১-২০১৬) টি১০ (২০১৭, ২০১৯) |
প্রথম টুর্নামেন্ট | ২০১১ |
শেষ টুর্নামেন্ট | ২০১৯ |
পরবর্তী টুর্নামেন্ট | ২০২০ |
প্রতিযোগিতার ধরন | রাউন্ড-রবিন এবং নক-আউট |
দলের সংখ্যা | ৯ |
সর্বাধিক সফল | তেলুগু ওয়ারিয়র্স (৩ বার শিরোপা জয়) |
সর্বাধিক রান | ধ্রুব শর্মা (কর্ণাটক) - ১০৩৩ |
সর্বাধিক উইকেট | (তেলুগু) - ২৭ |
ওয়েবসাইট | www |
সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল) হলো ভারতের অপেশাদার ছেলেদের ক্রিকেট লিগ। এটিতে ভারতীয় চলচ্চিত্রের নয়টি প্রধান আঞ্চলিক চলচ্চিত্র শিল্পের চলচ্চিত্র অভিনেতাদের নয়টি দল অংশগ্রহণ করে। লিগটি ২০১১ সালে শুরু হয়।[১][২] সিসিএল দলগুলি তাদের স্বাগতিক খেলার জন্য বিভিন্ন ভেন্যু ব্যবহার করে এবং ভারতীয় প্রচার মাধ্যমে এর সুবিশাল প্রচার রয়েছে।[৩][৪][৫]
ভারতের প্রধান শহরগুলির অধিকার সহ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (ভারতের টি -২০ লিগের অফিশিয়াল প্রতিযোগিতা) জনপ্রিয়তা সিসিএল আয়োজনকে অনুপ্রাণিত করে। হায়দরাবাদের উদ্যোক্তা বিষ্ণু বর্ধন ইন্দুরি সিসিএলের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক। তিনি ২০১০ সালে উদ্বোধনী মৌসুমে চার দলের কাছে ফ্র্যাঞ্চাইজি অধিকার বিক্রি করে লিগ শুরু করেছিলেন। দ্বিতীয় মৌসুমে আরও দুটি দল যুক্ত করা হয়।[৬]
২০১১ সালে উদ্বোধনী মৌসুম অনুষ্ঠিত হয় এবং এতে চেন্নাই রাইনোস, তেলুগু ওয়ারিয়র্স, মুম্বই হিরোজ এবং কর্ণাটক বুলডোজার্স এই চারটি দল অংশগ্রহণ করে।[৭] সিসিএল এর প্রথম মৌসুম এর আয়োজকরা কপিরাইট লঙ্ঘন সম্পর্কে সচেতনতা তৈরি করার পরিকল্পনা করে।[৮] চেন্নাই রাইনোস একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে কর্ণাটক বুলডোজার্সকে পরাজিত করে উদ্বোধনী সিসিএল এর চ্যাম্পিয়ন হিসাবে আবির্ভূত হয়।
সিসিএল এর দ্বিতীয় মৌসুম ১৩ জানুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি ২০১২ পর্যন্ত অনুষ্ঠিত হয়। কেরল স্ট্রাইকার্স এবং বেঙ্গল টাইগার নামে দুটি নতুন ক্রিকেট দল সিসিএলে যুক্ত করা হয়। হিন্দি চলচ্চিত্র শিল্পের দল "মুম্বই হিরোজ" শারজাহকে তার স্বাগতিক মাঠ হিসাবে বেছে নেয়।[৯] চেন্নাই রাইনোস কর্ণাটক বুলডোজার্সকে টানা দ্বিতীয়বারের মতো পরাজিত করে সিসিএল ২ এর চ্যাম্পিয়ন হয়।
তৃতীয় মৌসুমে আরও দুটি নতুন দল নেওয়া হয়, দল দুটি হলো মারাঠি চলচ্চিত্র শিল্পের প্রতিনিধিত্বকারী বীর মারাঠি এবং ভোজপুরি চলচ্চিত্র শিল্পের প্রতিনিধিত্বকারী ভোজপুরি দাবাং। তৃতীয় মৌসুমটির পর্দা উন্মোচন অনুষ্ঠানটি মুম্বাইয়ে ২০১৩ সালের ১৯ জানুয়ারি অনুষ্ঠিত হয় এবং অনেকে এটিকে একটি দুর্দান্ত অনুষ্ঠান হিসাবে বিবেচনা করে,[১০] অনুষ্ঠানে সালমান খান,[১১] ক্যাটরিনা কাইফ, বিপাশা বসু, প্রভু দেবা সহ আরও অনেক তারকা পরিবেশনা করেন।[১২] উদ্বোধনী অনুষ্ঠানটি ২০১৩ সালের ৮ ফেব্রুয়ারি কোচিতে অনুষ্ঠিত হয়, সেখানে কেরল স্ট্রাইকার্স মুম্বাই হিরোজের বিপক্ষে খেলে। জনপ্রিয় বলিউড অভিনেত্রী বিপাশা বসুকে কাজল আগরওয়ালের সাথে সেলিব্রিটি ক্রিকেট লিগের (সিসিএল) তৃতীয় মৌসুমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিয়োগ করা হয়।[১৩][১৪]
কর্ণাটক বুলডোজার্স তেলুগু ওয়ারিয়র্সকে পরাজিত করে সিসিএল ৩ এর চ্যাম্পিয়ন হয়।
আগের মৌসুমের তুলনায় সিসিএল এর চতুর্থ মৌসুম আরও বেশি প্রসারিত হয় কারণ মুম্বই হিরোস এর খেলার সম্প্রচারের অংশীদার হিসাবে কালার্স টিভি অংশিদার হয় এবং ঋষতি টিভি সকল খেলা প্রচার করে। কর্ণাটক বুলডোজার্স টানা চতুর্থ বছর ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। কেরল স্ট্রাইকার্সকে হারিয়ে তারা কাপ জিতে নেয়।
আয় এবং টেলিভিশন দর্শনের দিক থেকে সিসিএল এর ৫ম আসরটি ছিল সবচেয়ে সফল মৌসুম। টিএএম অনুসারে কালার্স টিভির মাধ্যমে হিন্দি-ভাষীদের কাছে এবং সান নেটওয়ার্ক চ্যানেল এর মাধ্যমে দক্ষিণ ভারতে সম্প্রচারের কারণে সিসিএল ছিল দেশের দ্বিতীয় সর্বাধিক দেখা ক্রীড়া লিগ। দুই বারের চ্যাম্পিয়ন চেন্নাই রাইনোসকে হারিয়ে প্রথমবারের মতো ট্রফি জিতে নেয় তেলুগু ওয়ারিয়র্স।
বীর মারাঠির জায়গায় নতুন দল পাঞ্জাব চলচ্চিত্র শিল্পের প্রতিনিধিত্বকারী পাঞ্জাব দে শের কে নেওয়া হয়।[১৫] দলের মেহেন্দী ছিলেন দলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং সোনু সুদ ছিলেন অধিনায়ক। দলের মালিক ছিলেন মি. পুনেত এবং নবরাজ হ্যান্স। দলটির জন্য নতুন খেলোয়াড় বেছে নিয়েছিল পাঞ্জাব দে শের। দ্বিতীয় বারের মতো কাপ জিতে নেয় তেলুগু ওয়ারিয়র্স।[১৬]
দল | চলচ্চিত্র শিল্প | রাজ্য | অধিনায়ক | মালিকানা |
---|---|---|---|---|
কর্ণাটক বুলডোজার্স | কন্নড়/চন্দন | কর্ণাটক | সুদীপ | অশোক খেনি |
মুম্বই হিরোজ | হিন্দি/বলিউড | মহারাষ্ট্র | ববি দেওল | সোহেল খান |
বেঙ্গল টাইগার্স | বাংলা | পশ্চিমবঙ্গ | যীশু সেনগুপ্ত | বনি কাপুর |
তেলুগু ওয়ারিয়র্স | তেলুগু/টলিউড | অন্ধ্রপ্রদেশ, | আখিল আক্কিনেনি | সচিন জোশী |
কেরালা স্ট্রাইকার্স | মালয়ালম | কেরল | মোহনলাল | রাজকুমার, শ্রীপ্রিয়া |
চেন্নাই রাইনোস | তামিল | তামিলনাড়ু | বিশাল কৃষ্ণ | কে. গঙ্গা প্রসাদ |
ভোজপুরী দাবাং | ভোজপুরী | উত্তরপ্রদেশ, বিহার | মনোজ তিওয়ারি | মনোজ তিওয়ারি |
পাঞ্জাব দে শের | পাঞ্জাবী | পাঞ্জাব | সোনু সুদ | নবরাজ হ্যান্স, পুনিত সিং |
বীর মারাঠি (বিলুপ্ত) | মারাঠি | মহারাষ্ট্র | মহেশ মাঞ্জরেকর | রিতেশ দেশমুখ |
দল | ২০১১ | ২০১২ | ২০১৩ | ২০১৪ | ২০১৫ | ২০১৬ | ২০১৭ | ২০১৯ |
---|---|---|---|---|---|---|---|---|
কর্ণাটক বুলডোজার্স | R | R | W | W | SF | R | GS | R |
পাঞ্জাব দে শের | — | — | — | — | — | GS | — | GS |
বেঙ্গল টাইগার্স | — | 6th | GS | GS | GS | SF | GS | SF |
ভোজপুরী দাবাং | — | — | GS | SF | GS | SF | — | SF |
চেন্নাই রাইনোস | W | W | GS | GS | R | GS | GS | — |
কেরালা স্ট্রাইকার্স | — | 5th | SF | R | GS | GS | R | — |
মুম্বই হিরোজ | 4th | SF | GS | SF | SF | GS | GS | W |
তেলুগু ওয়ারিয়র্স | 3rd | SF | R | GS | W | W | W | GS |
বীর মারাঠি | — | — | SF | GS | GS | — | — | — |
টীকা:
|আর্কাইভের-ইউআরএল=
এর |আর্কাইভের-তারিখ=
প্রয়োজন (সাহায্য) তারিখে মূল থেকে আর্কাইভ করা।