স্মল ব্যান্ডেড ফ্ল্যাট (Small-banded Flat) | |
---|---|
![]() | |
ডানা খোলা অবস্থায় | |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | Animalia |
পর্ব: | Arthropoda |
শ্রেণী: | Insecta |
বর্গ: | Lepidoptera |
পরিবার: | Hesperiidae |
গণ: | Celaenorrhinus |
প্রজাতি: | C. nigricans |
দ্বিপদী নাম | |
Celaenorrhinus nigricans (de Nicéville, 1885) |
স্মল ব্যান্ডেড ফ্ল্যাট(বৈজ্ঞানিক নাম: Celaenorrhinus nigricans (de Nicéville)) হেসপারিডি (Hespaeriidae) বা স্কিপারস (Skippers) গোত্র ও পায়ারজিনি (Pyrginae) উপ-গোত্রের অন্তর্ভুক্ত প্রজাতি।[১]
প্রসারিত অবস্থায় স্মল ব্যান্ডেড ফ্ল্যাট এর ডানার আকার ৪০-৪৫ মিলিমিটার দৈর্ঘ্যের হয়।[১]
ভারতে প্রাপ্ত স্মল ব্যান্ডেড ফ্ল্যাট এর উপপ্রজাতি হল-[২]
এই প্রজাতি ভারত, ভুটান, মায়ানমার, থাইল্যান্ড, লাওস, মালয় উপদ্বীপ, বোর্নিও এবং দক্ষিণ ইউনানে এর বিভিন্ন অঞ্চলে দেখা যায়।[৩]