সাধারণ তথ্য | |
---|---|
উদ্বোধন | এপ্রিল ১৯৯৮ |
বন্ধ করা হয় | বর্তমান |
প্রচলিত প্রস্তুতকারক |
|
কর্মক্ষমতা | |
সর্বোচ্চ সিপিইউ ক্লক রেট | ২৬৬ মেগাহার্টজ থেকে ৩.৬ গিগাহার্টজ |
এফএসবি স্পীড | ৬৬ মেগাহার্টজ ১৩৩৩ এমটি/এস |
আর্কিটেকচার এবং শ্রেণিবিভাগ | |
ন্যূনতম বৈশিষ্ট্য আকার | ২৫০ এনএম থেকে ২২ এনএম |
মাইক্রোআর্কিটেকচার | P6, NetBurst, Core, Nehalem, Sandy Bridge, Ivy Bridge, Haswell |
নির্দেশনা সেট | আইএ-৩২, এক্স৮৬-৬৪ |
ফিজিক্যাল স্পেসিফিকেশন | |
সকেট(সমূহ) | |
পণ্য, মডেল, প্রকরণ | |
Core name(s) |
|
ইন্টেল কর্পোরেশন কর্তৃক প্রদত্ত একটি কম্পিউটার মাইক্রোপ্রসেসরের মডেলের নাম হল "'সেলেরন"'। এটি ব্যক্তিগত কম্পিউটারের বিভিন্ন মডেলে প্রস্তুত করা হত যেমন আইএ-৩২ এবং এক্স-৮৬ বা এক্স-৬৪।
সেলেরন প্রসেসরগুলো আইএ-৩২ কম্পিউটার প্রোগ্রাম চালাতে পারে কিন্তু এদের কর্ম ফলাফল ইন্টেল কর্তৃক বাজারজাতকৃত অন্যান্য মডেলের সিপিইউ থেকে কম হয়। যেমন সেলেরন ব্রান্ডের কম ক্যাশ মেমোরি রয়েছে অথবা তাদের উন্নত কর্মসম্পাদন বৈশিষ্ট্য ইচ্ছাপ্রণোদিত ভাবে অকার্যকর করে রাখা হয়। এইসব অকার্যকর বৈশিষ্ট্য কার্যকর থাকলে কার্যক্ষমতায় পরিবর্তন আসত কিন্তু তা হত বিপুল। খুব কম মডেলের নকশাই চমৎকার কার্যক্ষমতা পেয়েছে যেখানে অধিকাংশ মডেলই নিম্ন কার্যক্ষমতার অধিকারী।[১] উচ্চ ক্ষমতার মডেল এবং সেলেরন সারির মডেলের মধ্যকার উচ্চ ব্যয়ের কারণ এই বৈশিষ্ট্য।
১৯৯৮ সালের এপ্রিলে এটির সূচনা করা হয়[২], প্রথম সেলেরন ব্রান্ডের সিপিইউ পেন্টিয়াম ২ ব্রান্ডের কোরের উপর ভিত্তি করে নির্মিত। সেলেরন ব্রান্ডের অন্যান্য সিপিইউগুলোও পেন্টিয়াম সারির উপর নির্মিত যেমন পেন্টিয়াম ৩, পেন্টিয়াম ৪, পেন্টিয়াম এম এবং ইন্টেল কোর ব্রান্ডের প্রসেসরগুলো। সাম্প্রতিক সেলেরন নকশা নির্মিত হয় চতুর্থ প্রজন্মের কোর আই৩/আই৫/আই৭ সারির উপর।[৩] এই নকশায় স্বাধীন প্রক্রিয়াকরণ কোর রাখা হয়েছে কিন্তু তা কোর আই৩ তুলনায় ৬৬% ক্যাশ মেমোরি সহকারে।