সেসার আসপিলিকুয়েতা

সেসার আসপিলিকুয়েতা
২০১৭ সালে আসপিলিকুয়েতা
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম সেসার আসপিলিকুয়েতা তাঙ্কো[]
জন্ম (1989-08-28) ২৮ আগস্ট ১৯৮৯ (বয়স ৩৫)[]
জন্ম স্থান পামপ্লোনা, স্পেন
উচ্চতা ১.৭৮ মিটার (৫ ফুট ১০ ইঞ্চি)[]
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
চেলসি
জার্সি নম্বর ২৮
যুব পর্যায়
২০০১–২০০৬ ওসাসুনা
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০০৬–২০০৭ ওসাসুনা বি ২৭ (১)
২০০৭–২০১০ ওসাসুনা ৯৯ (০)
২০১০–২০১২ মার্সেই ৪৭ (১)
২০১২– চেলসি ১৯৭ (৫)
জাতীয় দল
২০০৫ স্পেন অনূর্ধ্ব-১৬ (০)
২০০৬ স্পেন অনূর্ধ্ব-১৭ ১৪ (০)
২০০৭–২০০৮ স্পেন অনূর্ধ্ব-১৯ ১৮ (২)
২০০৯ স্পেন অনূর্ধ্ব-২০ (০)
২০০৮–২০১১ স্পেন অনূর্ধ্ব-২১ ১৯ (১)
২০১২ স্পেন অনূর্ধ্ব-২৩ (০)
২০১৩– স্পেন ২১ (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৪ মে ২০১৮ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২৭ মার্চ ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

সেসার আসপিলিকুয়েতা তাঙ্কো (স্পেনীয় উচ্চারণ: [ˈθesaɾ aθpiliˈkweta ˈtaŋko]; জন্ম: ২৮ আগস্ট ১৯৮৯) হলেন একজন স্পেনীয় পেশাদার ফুটবলার, যিনি প্রিমিয়ার লিগ ক্লাব চেলসি এবং স্পেন জাতীয় দলের হয়ে একজন রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি ফুল-ব্যাক হলেও মাঝে মজাহে তিনি একজন সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবেও খেলে থাকেন।

তিনি ওসাসুনার যুব পর্যায়ের একজন ফুটবলার। তিনি ২০১০ সালে, ফরাসি ক্লাব মার্সেইয়ে যোগদানের পূর্বে প্রায় ৫ বছর যাবত ওসাসুনার হয়ে খেলেছেন। তিনি মার্সেইয়ের একজন খেলোয়াড় হিসেবে ৪টি শীর্ষ শিরোপা জয়াভ করতে সক্ষম হয়েছেন। অতঃপর ২০১২ সালের গ্রীষ্মে, তিনি প্রিমিয়ার লিগ ক্লাব চেলসিতে যোগদান করেন, যেখানে তিনি তার প্রথম মৌসুমেই উয়েফা ইউরোপা লিগ শিরোপা এবং ঘরোয়া ডাবল জয়লাভ করতে সক্ষম হন।

আসপিলিকুয়েতা স্পেনের বেশ কয়েকটি বয়সভিত্তিক দলের হয়ে খেলেছেন। তিনি স্পেন অনূর্ধ্ব-২১ দলের সদস্য থাকাকালীন ২টি উয়েফা ইউরোপিয়ান অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছেন, যার মধ্যে ২০১১ সালে স্পেন উক্ত প্রতিযোগিতা জয়লাভ করতে সক্ষম হয়। তিনি স্পেনের বয়সভিত্তিক দলের হয়ে সর্বমোট ৫৫টি ম্যাচ খেলেছেন। অতঃপর ২০১৩ সালে, স্পেন জাতীয় দলের হয়ে খেলার মাধ্যমে তিনি আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেন। তিনি ২০১৪ ফিফা বিশ্বকাপ এবং ২০১৬ উয়েফা ইউরোর মতো প্রতিযোগিতায় স্পেনের প্রতিনিধিত্ব করেছেন।

ক্যারিয়ার পরিসংখ্যান

[সম্পাদনা]

আন্তর্জাতিক

[সম্পাদনা]
২৭ মার্চ ২০১৮ পর্যন্ত হালনাগাদকৃত।[]
জাতীয় দল এবং সাল অনুযায়ী উপস্থিতি এবং গোলসংখ্যা
জাতীয় দল সাল উপস্থিতি গোল
স্পেন ২০১৩
২০১৪
২০১৫
২০১৬
২০১৭
২০১৮
মোট ২১

সম্মাননা

[সম্পাদনা]

মার্সেই

চেলসি

স্পেন অনূর্ধ্ব-১৯

স্পেন অনূর্ধ্ব-২১

স্পেন

ব্যক্তিগত

  • চেলসি বছরের সেরা খেলোয়াড়: ২০১৩–১৪[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Updated squads for 2017/18 Premier League confirmed"। Premier League। ২ ফেব্রুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০১৮ 
  2. "Player Profile: César Azpilicueta"। Chelsea F.C.। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০১৫ 
  3. "César Azpilicueta"। European Football। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০১৫ 
  4. "César Azpilicueta: Overview"। Premier League। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০১৮ 
  5. McNulty, Phil (১৯ মে ২০১৮)। "Chelsea 1–0 Manchester United"। BBC Sport। সংগ্রহের তারিখ ১৯ মে ২০১৮ 
  6. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; LC নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  7. "Hazard wins Player of the Year"। ১৩ মে ২০১৪। ১৫ মে ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১৬ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]