মাননীয় প্রধান বিচারপতি সৈয়দ জে. আর. মোদাচ্ছির হোসেন | |
---|---|
![]() | |
১৪তম বাংলাদেশের প্রধান বিচারপতি | |
কাজের মেয়াদ ২৭ জানুয়ারি ২০০৪ – ২৮ ফেব্রুয়ারি ২০০৭ | |
পূর্বসূরী | বিচারপতি কে. এম. হাসান |
উত্তরসূরী | বিচারপতি মোঃ রুহুল আমিন |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ১ মার্চ ১৯৪০ লস্করপুর, হবিগঞ্জ, ব্রিটিশ ভারত (বর্তমান: বাংলাদেশ) |
নাগরিকত্ব | ![]() |
জাতীয়তা | বাংলাদেশী |
বাসস্থান | ঢাকা |
পেশা | আইন |
জীবিকা | আইনবিদ |
ধর্ম | ইসলাম |
বিচারপতি সৈয়দ জে. আর. মোদাচ্ছির হোসেন (জন্ম ১ মার্চ ১৯৪০) বাংলাদেশের একজন প্রখ্যাত আইনবিদ এবং ১৪-তম প্রধান বিচারপতি।[১][২]
সৈয়দ জে. আর. মোদাচ্ছির হোসেন ১৯৪০ সালের ৩০ সেপ্টেম্বর তারিখে হবিগঞ্জ জেলার লস্করপুর ইউনিয়নে জন্মগ্রহণ করেন।[২] তার পিতা সৈয়দ মুমিদুল হোসেন শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।[৩] বিচারপতি সৈয়দ এ. বি. মাহমুদ হোসেন (১৯১৭ - ২ আগস্ট ১৯৮১) বাংলাদেশের ২য় প্রধান বিচারপতি সম্পর্কে তার আপন চাচা।
২০০৪ সালের ২৬ জানুয়ারি তারিখে বিচারপতি কে. এম. হাসানের অবসর গ্রহণের প্রেক্ষিতে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশের ১৪-তম প্রধান বিচারপতি হিসাবে সৈয়দ জে. আর. মোদাচ্ছির হোসেনকে নিয়োগ প্রদান করেন এবং তিনি ২০০৪ সালের ২৭ জানুয়ারি তারিখে প্রধান বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করেন ও ২০০৭ সালের ২৮ ফেব্রুয়ারি তারিখে ৬৭ বছর পূর্ণ হওয়ায় অবসর গ্রহণ করেন।[২]