সৈয়দ বদর-উল হাসান খান বাহাদুর | |
---|---|
মৃত্যু | ৫ ফেব্রুয়ারি ২০১৯ |
অন্যান্য নাম | পাপ্পু পলিয়েস্টার |
পেশা | অভিনেতা, শাস্ত্রীয় নৃত্যশিল্পী |
সৈয়দ বদর-উল হাসান খান বাহাদুর একজন ভারতীয় অভিনেতা ও শাস্ত্রীয় নৃত্যশিল্পী ছিলেন যিনি ছোট পর্দা ও বড় পর্দায় অভিনয় করেছেন। তিনি পাপ্পু পলিয়েস্টার নামে পরিচিত ছিলেন।
সৈয়দ বদর-উল হাসান খান বাহাদুর ওয়াজেদ আলি শাহের বংশধর ছিলেন।[১] তিনি ১৯৯০ সালে দ্য সোর্ড অব টিপু সুলতান ধারাবাহিকে মহীশূরের মহারাজা চরিত্রে অভিনয় করেছিলেন ও চরিত্রটিতে অভিনয়েত জন্য তিনি সেরা পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার জিতেছিলেন।[২] এছাড়া, তিনি জোধা আকবর চলচ্চিত্রে মোল্লা দোপেয়াজা চরিত্রে অভিনয় করেছিলেন।
সৈয়দ বদর-উল হাসান খান বাহাদুর একজন শাস্ত্রীত নৃত্যশিল্পীও ছিলেন। তিনি তার নৃত্যের জন্য বিরজু মহারাজের নিকট পুরস্কৃত হয়েছিলেন।[৩] তিনি অভিনয়ের জন্য আম্বেদকার বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ করেছিলেন।[৪]
সৈয়দ বদর-উল হাসান খান বাহাদুর ২০১৯ সালের ৫ ফেব্রুয়ারি প্রয়াত হন।[৫][৬][৭]