বুলবুল-ই-বাঙ্গালা সৈয়দ রায়হান উদ্দিন | |
---|---|
ব্যক্তিগত তথ্য | |
জন্ম | পইল, তরফ রাজ্য, বৃহত্তর সিলেট |
ধর্ম | ইসলাম |
সৈয়দ রায়হান উদ্দিন (ফার্সি: سید ریحان الدین) বৃহত্তর সিলেটের একজন মধ্যযুগীয় পারস্য ভাষার লেখক ও কবি ছিলেন।[১] তিনি তরফ রাজ্যের পৈল গ্রামের নিবাসী ছিলেন।[২] খোয়াবনামা (خوابنامه) ও মসনবী-ই-গুল-ই-বকাওলী (مثنوى گل بکاولی) তাঁর বিশিষ্ট দুটি রচনা।[৩] তিনি মসনবী-ই-গুল-ই-বকাওলী তার নিজস্ব সংস্করণে লিখেন। তিনি তাঁর কাজের জন্য দিল্লির রাজদরবার থেকে "বুলবুল-ই-বাঙ্গালা" (ফার্সি: بلبل بنگاله; বাংলার বুলবুল) খেতাব লাভ করেন।[৪]