ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | সৈয়দ শুব্বর ইব্রাহিম আলাউই আলমুসাউই | ||
জন্ম | [১] | ১১ আগস্ট ১৯৮৫||
জন্ম স্থান | মানামা, বাহরাইন | ||
উচ্চতা | ১.৮০ মিটার (৫ ফুট ১১ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | গোলরক্ষক | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | আল খালদিয়াহ | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০০৩–২০০৫ | আল ইত্তিহাদ | ||
২০০৫–২০১৩ | বুসাইতিন | ||
২০১২ | → সাহাম (ধার) | ||
২০১৩–২০১৬ | রিফফা | ||
২০১৬–২০১৯ | আল নাজমা | ||
২০১৯ | রিফফা | ||
২০২১ | আল খালদিয়াহ | ||
জাতীয় দল‡ | |||
২০০৯– | বাহরাইন | ২৫ | (০) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ০৪:০৪, ১৯ নভেম্বর ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৪:০৪, ১৯ নভেম্বর ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
সৈয়দ শুব্বর ইব্রাহিম আলাউই আলমুসাউই (আরবি: سيد شبر علوي, ইংরেজি: Sayed Shubbar Alawi; জন্ম: ১১ আগস্ট ১৯৮৫; সৈয়দ শুব্বর আলাউই নামে সুপরিচিত) হলেন একজন বাহরাইনী পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে বাহরাইনী ক্লাব আল খালদিয়াহ এবং বাহরাইন জাতীয় দলের হয়ে গোলরক্ষক হিসেবে খেলেন।
২০০৩–০৪ মৌসুমে, বাহরাইনী ক্লাব আল ইত্তিহাদের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন; আল ইত্তিহাদের হয়ে ২ মৌসুম অতিবাহিত করার পর ২০০৫–০৬ মৌসুমে তিনি বুসাইতিনে যোগদান করেছেন। বুসাইতিনে ৮ মৌসুম অতিবাহিত করার পর রিফফার সাথে চুক্তি স্বাক্ষর করেছেন; মাঝে তিনি এক মৌসুমের জন্য ওমানী ক্লাব সাহামের হয়ে ধারে খেলেছেন। পরবর্তীকালে, তিনি আল নাজমার হয়ে খেলেছেন। ২০২১–২২ মৌসুমে, তিনি রিফফা হতে বাহরাইনী ক্লাব আল খালদিয়াহে যোগদান করেছেন।
শুব্বর ২০০৯ সালে বাহরাইনের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; বাহরাইনের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ২৫ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
সৈয়দ শুব্বর ইব্রাহিম আলাউই আলমুসাউই ১৯৮৫ সালের ১১ই আগস্ট তারিখে বাহরাইনের মানামায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
২০০৯ সালের ২৩শে মার্চ তারিখে, ২৩ বছর, ৭ মাস ও ১২ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী শুব্বর জিম্বাবুয়ের বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে বাহরাইনের হয়ে অভিষেক করেছেন।[২][৩] তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন; ম্যাচটি বাহরাইন ৫–২ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৪] বাহরাইনের হয়ে অভিষেকের বছরে শুব্বর মাত্র ১ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
দল | সাল | ম্যাচ | গোল |
---|---|---|---|
বাহরাইন | ২০০৯ | ১ | ০ |
২০১৭ | ৬ | ০ | |
২০১৮ | ৮ | ০ | |
২০১৯ | ৭ | ০ | |
২০২০ | ১ | ০ | |
২০২১ | ২ | ০ | |
সর্বমোট | ২৫ | ০ |