সোনাক্ষী সিনহা | |
---|---|
২০২৩ সালে | |
জন্ম | সোনাক্ষী সিনহা ২ জুন ১৯৮৭[১][২] পাটনা, বিহার, ভারত, |
শিক্ষা | এসএনডিটি ওমেন্স ইউনিভার্সিটি |
পেশা | অভিনেত্রী, কণ্ঠ অভিনেত্রী, পোশাক ডিজাইনার |
কর্মজীবন | ২০১০-বর্তমান |
দাম্পত্য সঙ্গী | জাহির ইকবাল (বি. ২০২৪) |
পিতা-মাতা | শত্রুঘ্ন সিনহা পুনম সিনহা |
আত্মীয় | লভ সিনহা (ভাই) কুশ সিনহা (ভাই) |
সোনাক্ষী সিনহা (ইংরেজি: Sonakshi Sinha; জন্ম: ২ জুন ১৯৮৭) পাটনার বিহারের একজন ভারতীয় বলিউড অভিনেত্রী। তিনি ২০১০ সালে সালমান খানের বিপরীতে দাবাং নামক হিন্দি ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র শিল্পে আত্মপ্রকাশ করেন, যেটি ২০১০ সালের বলিউডের সর্বোচ্চ ব্যবসা সফল ছবির মর্যাদা লাভ করে। সোনাক্ষী তাঁর অভিনয়ের জন্য ইতিবাচক মন্তব্য লাভ করেন; এছাড়াও শ্রেষ্ঠ নারী চরিত্রে অভিষেকের জন্য ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। সিনহার বেশকিছু ব্যবসা সফল ছবির মধ্যে রাউডি রাঠোর (২০১২) এবং দাবাং ২ (২০১২) অন্যতম। সিনহা এরপর লুটেরা (২০১৩) সিনেমায় অভিনয়ের দক্ষতার জন্য সমালোচকদের প্রশংসা পেয়েছিলেন।[৩][৪][৫]
অভিনেতা এবং রাজনীতিবিদ শত্রুঘ্ন সিনহা এবং পুনম সিনহা এর কন্যা সোনাক্ষী। তিনি লব সিনহা ও কুশ সিনহা দুই যমজ ভাইদের সাথে তিন সন্তানের সর্বকনিষ্ঠ সন্তান। সোনাক্ষী মুম্বই এর আর্য বিদ্যা মন্দির থেকে তাঁর মাধ্যমিক জীবন সম্পন্ন করেন এবং মুম্বই এর মহারাষ্ট্রের এসএনডিটি ওমেন্স ইউনিভার্সিটি থেকে ফ্যাশন ডিজাইনিং বিষয়ে স্নাতক ডিগ্রী অর্জন করেন।[৬]
সোনাক্ষী ২০০৫ সালে মেরা দিল লেকে দেখো ছায়াছবির জন্য পোশাক নকশা, পোশাক ডিজাইনার হিসাবে তাঁর কর্মজীবন শুরু করেন,[৭] এবং ল্যাকমে ফ্যাশন সপ্তাহ ২০০৮ এর র্যাম্প হিসেবে তার পদচারণা শুরু হয়।[৮] এবং এরপর আবার তিনি ল্যাকমে ফ্যাশন সপ্তাহ (২০০৯) যোগ দেন।[৮]
![]() |
যে সকল ছবিগুলো এখনও মুক্তিপ্রাপ্ত নয় |
বছর | চলচ্চিত্র | ভূমিকা | নোট |
---|---|---|---|
২০১০ | দাবাং | রাজ্জো পান্ডে | |
২০১২ | রাওডি রাঠোর | পারু | |
২০১২ | জোকার | দিবা | |
২০১২ | ওএমজি – ও মাই গড | "গো গো গো গোবিন্দা" গানে বিশেষ উপস্থিতি | |
২০১২ | সন অব সর্দার | সুখমিত কর সান্ধু | |
২০১২ | দাবাং ২ | রাজ্জো পান্ডে | |
২০১৩ | হিম্মতওয়ালা | "থ্যাংক গড় ইট'স ফ্রাইডে" গানে বিশেষ উপস্থিতি | |
২০১৩ | লুটেরা | পাখী রায় চৌধুরী | |
২০১৩ | ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই | জেসমিন শেখ | |
২০১৩ | বস | "পার্টি অল নাইট" গানে বিশেষ উপস্থিতি | |
২০১৩ | বুলেট রাজা | মিতালী | |
২০১৩ | আর... রাজকুমার | চন্দা | |
২০১৪ | হলিডে: এ সোলজার ইজ নেভার অফ ডিউটি | সাঁইবা থাপর | |
২০১৪ | অ্যাকশন জ্যাকসন | খুশী | [৯] |
২০১৪ | লিঙ্গা | মনি ভারতী | তামিল ছবি |
২০১৪ | অনজন | তামিল সিনেমা বিশেষ উপস্থিতি | |
২০১৫ | তেভার | রাধিকা মিশ্রা | |
২০১৫ | অল ইজ ওয়েল | নিজ চরিত্রে | "নাচন ফাররাতে" গানে বিশেষ উপস্থিতি |
২০১৬ | আকিরা | আকিরা | |
২০১৬ | ফোর্স ২ | কমলজিত কর | |
২০১৭ | নূর | নূর | [১০] |
২০১৯ | দাবাং ৩ | রাজ্জো পান্ডে |
নং. | একক | লেবেল | মুক্তিপ্রাপ্ত |
---|---|---|---|
১. | আজ মুড ইশকোহোলিক হ্যায় | টি-সিরিজ | ২৩শে ডিসেম্বর ২০১৫ |
বছর | পুরস্কার | বিভাগ | চলচ্চিত্র | ফলাফল |
---|---|---|---|---|
২০১১ | অপ্সরা ফিল্ম এন্ড টেলিভিশন প্রডিউসার গিল্ড এ্যাওয়ার্ডস | শ্রেষ্ঠ নারী চরিত্রে আত্মপ্রকাশ | দাবাং | বিজয়ী[১১] |
ফিল্মফেয়ার পুরস্কার | শ্রেষ্ঠ নারী চরিত্রে অভিষেক | বিজয়ী[১২] | ||
দ্যা গ্লোবাল ইন্ডিয়ান ফিল্ম এন্ড টিভি অনার্স | মোস্ট প্রমিসিং ফ্রেশ নিউ ফেস ফেমেল | বিজয়ী[১৩] | ||
ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস | আইফা এ্যাওয়ার্ড ফর স্টার ডেবুট অব দ্যা ইয়ার – ফেমেল | বিজয়ী[১৪] | ||
লায়ন্স গোল্ড এ্যাওয়ার্ডস | ফেবারেট ডেবুটেন্ট একট্রেস | বিজয়ী[১৫] | ||
স্টার স্ক্রিন অ্যাওয়ার্ডস | মোস্ট প্রমিজিং নিউকামার – ফেমেল | বিজয়ী[১৬] | ||
স্টারডাস্ট অ্যাওয়ার্ডস | সুপারস্টার অব টুমোরো – ফেমেল | বিজয়ী[১৭] | ||
বেস্ট থ্রিলার/এ্যাকশন এ্যাকট্রেস | মনোনীত[১৮] | |||
জি সিনে অ্যাওয়ার্ডস | বেস্ট ফেমেল ডেবুট | বিজয়ী[১৯] | ||
বেস্ট ইন্টারন্যাশনাল ফেমেল আইকন | মনোনীত[১৯] | |||
এফআইসিসিআই ফ্রেম এক্সিল্যান্স এ্যাওয়ার্ডস | বেস্ট ডেবুট এ্যাক্ট্রেস | বিজয়ী[২০][২১] | ||
আজ তাক অ্যাওয়ার্ডস | বেস্ট ডেবুটেন্ট এ্যাক্ট্রেস | বিজয়ী[২২] | ||
দাদাসাহেব ফালকে পুরস্কার | বেস্ট ডেবুটেন্ট এ্যাক্টর – ফেমেল | বিজয়ী[২৩] | ||
বলিউড হাঙ্গামা সাফার্স চয়েস মুভি অ্যাওয়ার্ড | বেস্ট ডেবুট এ্যাক্ট্রেস | বিজয়ী[২৪] | ||
২০১২ | ইটিসি বিজনিস এ্যাওয়ার্ডস | হাইস্ট গ্রসিং এ্যাক্ট্রেস | সিনহাস ২০১২ ফিল্ম | বিজয়ী[২৫] |
২০১৩ | স্টারডাস্ট অ্যাওয়ার্ডস | বেস্ট থ্রিলার/এ্যাকশন এ্যাক্ট্রেস | রাউডি রাথোড়, দাবাং ২ |
মনোনীত[২৬] |
বেস্ট কমেডী / রোমান্স একট্রেস | সন অব সর্দার | মনোনীত[২৬] | ||
নিকেলোদিয়ন কিডস চয়েস অ্যাওয়ার্ডস ভারত | সেরা চলচ্চিত্র অভিনেত্রী | সিনহার ২০১৩ ছায়াছবি | মনোনীত[২৭] | |
বিগ স্টার এন্টারটেনমেন্ট অ্যাওয়ার্ডস | মোস্ট ইন্টার্টেইনিং একটর হন রোমান্স রোল - মহিলা | লুটেরা | বিজয়ী[২৮] | |
মোস্ট এন্টার্টেইনিং ফিল্ম এক্টর – মহিলা | মনোনীত[২৯] | |||
২০১৪ | ফিল্মফেয়ার পুরস্কার | শ্রেষ্ঠ অভিনেত্রী | মনোনীত[৩০] | |
অপ্সরা ফিল্ম এন্ড টেলিভিশন প্রডিউসার গিল্ড এ্যাওয়ার্ডস | প্রধান চরিত্রে সেরা অভিনেত্রী | মনোনীত[৩১] | ||
স্ক্রিন অ্যাওয়ার্ডস | সেরা অভিনেত্রী | মনোনীত [৩২] | ||
জনপ্রিয়তার বিচারে (মহিলা) | মনোনীত [৩৩] | |||
জি সিন এওয়ার্ডস | সেরা অভিনেত্রী (সমালোচক) | বিজয়ী[৩৪] | ||
আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র একাডেমী পুরস্কার | সেরা অভিনেত্রী | মনোনীত[৩৫] |
<ref>
ট্যাগ বৈধ নয়; ETC
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি