সোনালিডোরা নুনা বাইলা Brachygobius nunus | |
---|---|
মূল্যায়িত নয় (আইইউসিএন ৩.১)
| |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | Animalia |
পর্ব: | Chordata |
শ্রেণী: | Actinopterygii |
বর্গ: | Perciformes |
পরিবার: | Gobiidae |
গণ: | Brachygobius |
প্রজাতি: | B. nunus |
দ্বিপদী নাম | |
Brachygobius nunus (F. Hamilton, 1822) | |
প্রতিশব্দ | |
|
সোনালিডোরা নুনা বাইলা (বৈজ্ঞানিক নাম: Brachygobius nunus) (ইংরেজি: Golden banded goby) হচ্ছে Gobiidae পরিবারের Brachygobius গণের একটি স্বাদুপানির মাছ।
এই মাছ বাংলাদেশ, মায়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং ভারতে পাওয়া যায়।
আইইউসিএন বাংলাদেশ (২০০০) এর লাল তালিকা অনুযায়ী এই প্রজাতিটি এখনও হুমকির সম্মুখীন নয়।[১]
এই মাছ ঘোলা পানির উপর ছড়ান ভাবে ভাসতে থাকে। এদের শরীরের উপর হালকা হলুদাভ-ক্রিম বর্ণের উপর কালো ডোরা থাকায় সহজে চেনা যায়।
|আইএসবিএন=
এর মান পরীক্ষা করুন: invalid prefix (সাহায্য)।