এই নিবন্ধটির রচনা সংশোধনের প্রয়োজন হতে পারে। কারণ ব্যাকরণ, রচনাশৈলী, বানান বা বর্ণনাভঙ্গিগত সমস্যা রয়েছে। |
সোনালী পয়জন ব্যাঙ | |
---|---|
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ/রাজ্য: | অ্যানিম্যালিয়া (Animalia) |
পর্ব: | কর্ডাটা (Chordata) |
শ্রেণি: | অ্যামফিবিয়া |
বর্গ: | ব্যাঙ (আনুরা) |
পরিবার: | পয়জন ডার্ট ব্যাঙ (ডেনড্রোবাটিডি) |
গণ: | Phyllobates Myers , ডেলি, এবং মালকিন,ডেলি, এবং মালকিন,1978[২] |
প্রজাতি: | P. terribilis |
দ্বিপদী নাম | |
Phyllobates terribilis Myers , ডেলি, এবং মালকিন,ডেলি, এবং মালকিন,1978[২] |
গোল্ডেন পয়জন ব্যাঙ ( Phyllobates terribilis ), যা গোল্ডেন ডার্ট ব্যাঙ বা গোল্ডেন পয়জন অ্যারো ব্যাঙ নামেও পরিচিত, এটি কলম্বিয়ার অতিবৃষ্টি অরণের স্থানীয় একটি পয়জন ডার্ট ব্যাঙ । স্বাভাবিক বাসস্থান ধ্বংসের কারণে গোল্ডেন পয়জন ব্যাঙ বিপন্ন হয়ে পড়েছে। আকারে ক্ষুদ্র হওয়া সত্ত্বেও এই ব্যাঙ সম্ভবত বিশ্বে সবচেয়ে বিষাক্ত প্রাণী।
এদের উজ্জ্বল রঙের চামড়ায় তীব্র স্নায়ুবিষ থাকে। এক ধরনের বিশেষ বিষ হল ব্যাট্রাকোটক্সিন। মাংসপেশীর যে ভোল্টেজ-দ্বারযুক্ত সোডিয়াম প্রণালীর সাথে ব্যাট্রাকোটক্সিন আবদ্ধ হয়, এদের শরীরে বংশাণুগত পরিব্যক্তির ফলে বেশ কিছু পরিবর্তন আসে যার ফলে ব্যাট্রাকোটক্সিন এদের শরীরে প্রভাব ফেলতে পারে না। পাপুয়া নিউ গিনিতে রিজেন্ট হুইসলার ও রুফাস-নেপ্ড বেলবার্ড পাখিদের পালক ও চামড়াতে এই বিষ পাওয়া যায়।[৪]
<ref>
ট্যাগ বৈধ নয়; Frost
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি