সোফিয়া ওয়াদিয়া | |
---|---|
জন্ম | ১৯০১ কলম্বিয়া |
মৃত্যু | ২৭ এপ্রিল ১৯৮৬ |
অন্যান্য নাম | সোফিয়া ক্যামাচু |
পেশা | থিওসফিস্ট,সাহিত্যিক |
পরিচিতির কারণ | পেন ইন্টারন্যাশনাল |
দাম্পত্য সঙ্গী | বি. পি. ওয়াদিয়া |
পুরস্কার | পদ্মশ্রী |
সোফিয়া ওয়াদিয়া, (বিবাহের পূর্বনাম- সোফিয়া ক্যামাচু), ছিলেন কলম্বিয়া বংশোদ্ভুত ভারতীয় অধ্যাত্মবিদ, সাহিত্যিক, পেন ইন্টারন্যাশনালের সর্বভারতীয় কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং এর জার্নাল “দ্য ইন্ডিয়ান পিইএন” -এর প্রতিষ্ঠাতা-সম্পাদক।[১][২] তিনি বেঙ্গালুরুস্থিত দ্য ইন্ডিয়ান ইন্সটিটিউট অভ ওয়ার্লড কালচার[৩] এবং মুম্বইয়ের এশিয়ান বুক ট্রাস্ট - এর সহ-প্রতিষ্ঠাতা।[২] ভারত সরকার ১৯৬০ খ্রিস্টাব্দে তাকে সমাজসেবী হিসাবে দেশের সেরা চতুর্থতম বেসামরিক সম্মান পদ্মশ্রী প্রদান করে। [৪]
সোফিয়া কামাচো ১৯০১ খ্রিস্টাব্দে আমেরিকার কলম্বিয়াতে জন্মগ্রহণ করেন। তিনি কলম্বিয়া, লন্ডন এবং নিউ ইয়র্কে পড়াশুনা করেন।[৫] ইউরোপে ভ্রমণকালে ১৯২৭ খ্রিস্টাব্দে তার সাক্ষাত হয় ভারতীয় অধ্যাত্মবিদ, ব্রহ্মজ্ঞানী পণ্ডিত বি পি ওয়াদিয়ার সঙ্গে।[৬] তিনি তার দর্শনে প্রভাবিত হন এবং ১৯২৮ খ্রিস্টাব্দে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পরের বৎসরেই তিনি স্বামীর সঙ্গে ভারতে আসেন এবং তার কাজে নিজেকে লিপ্ত করেন।[৭] ওয়াদিয়া দম্পতি ইউরোপের বিভিন্ন স্থানে ইউনাইটেড লজ অফ থিওসোপিস্টসের শাখা প্রতিষ্ঠা করেন। [৭] এবং ১৯২৯ খ্রিস্টাব্দে ভারতের মুম্বাইয়ে প্রথম শাখা স্থাপন করেন ।[৬]
ওয়াদিয়া দম্পতি ১৯৩০ খ্রিস্টাব্দে মুম্বাইয়ে পেন ইন্টারন্যাশনালের সর্বভারতীয় কেন্দ্র প্রতিষ্ঠা করেন। [৮] এবং দুটি জার্নাল - ‘দ্য ইন্ডিয়ান পিইএন’ ,’দি আর্যপথ’ প্রকাশের সূচনা করেন।[৯] সোফিয়া আমৃত্যু দ্য ইন্ডিয়ান পিইএন এর সম্পাদনা করেন।[৯] ১৯৪৫ খ্রিস্টাব্দে দক্ষিন ভারতের কর্নাটক রাজ্যের ব্যাঙ্গালুরুর নিকটস্থ বাসভানগুডিতে “দ্য ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ওয়ার্ল্ড কালচার” প্রতিষ্ঠা করেন।[১০] চল্লিশের দশকে তিনি দুটি অসাধারণ বই প্রকাশ করেন। ১৯৩৬ খ্রিস্টাব্দে দ্য ব্রাদারহুড অফ রিলিজিয়ন” [১১] এবং ১৯৪১ খ্রিস্টাব্দে “প্রিপারেশন ফর সিটিজেনশিপ”[১২] প্রথম বইটির দ্বিতীয় সংস্করণ মহাত্মা গান্ধীর মুখবন্ধসহ ১৯৪৪ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। [১৩] দ্বিতীয় বইটির মুখবন্ধ লেখেন নোবেলজয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। রচনা করেন।[১৩] মুম্বইয়ে "এশিয়ান বুক ট্রাস্ট" স্থাপনে তিনি মুখ্য ভূমিকা পালন করেন। [১৩] এখানে থেকে তার স্বামী উল্লেখযোগ্য রচনা "দ্য গান্ধীয়ান ওয়ে" পরবর্তীতে প্রকাশিত হয়। [১৪]
১৯৫৮ খ্রিস্টাব্দে তাঁর স্বামীর মৃত্যুর পর সমাজসেবায় লিপ্ত থাকেন।[১৫] তিনি সারা ভারতে এগারোটি লেখক সম্মেলনে র আয়োজন করেন। [১৬] ভারত সরকার ১৯৬০ খ্রিস্টাব্দে তাকে বেসামরিক সম্মান পদ্মশ্রী প্রদান করে। [১৭] সোফিয়া ওয়াদিয়া ১৯৮৬ খ্রিস্টাব্দের ২৭ এপ্রিল ৮৫ বৎসর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।[১৬]
<ref>
ট্যাগ বৈধ নয়; Indian English and the Fiction of National Literature3
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি<ref>
ট্যাগ বৈধ নয়; Blavatsky Theosophy Group3
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি<ref>
ট্যাগ বৈধ নয়; IIWC3
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি<ref>
ট্যাগ বৈধ নয়; Madame Sophia Wadia: 'Friend, Philosopher and Guide'3
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি<ref>
ট্যাগ বৈধ নয়; Teosofiskakompaniet3
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি<ref>
ট্যাগ বৈধ নয়; Madame Sophia Wadia: 'Friend, Philosopher and Guide'4
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি<ref>
ট্যাগ বৈধ নয়; Padma Shri3
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি