সোফিয়া হক

সোফিয়া হক
জন্ম(১৯৭১-০৬-১৪)১৪ জুন ১৯৭১[]
মৃত্যু১৬ জানুয়ারি ২০১৩(2013-01-16) (বয়স ৪১)
মৃত্যুর কারণক্যান্সার
জাতীয়তাব্রিটিশ
পেশাঅভিনেত্রী, ভোকাল, ভিডিও জকি, নৃত্য
প্রতিনিধিঅলিভার থমসন
পরিচিতির কারণএমটিভি এশিয়া, করনেশন স্ট্রিট
উচ্চতা৫ ফুট ৭ ইঞ্চি (১.৭০ মিটার)
সঙ্গীডেভিড হোয়াইট
পিতা-মাতাআমিরুল হক (বাবা)
থেলমা হক (মা)

সোফিয়া হক (১৪ জুন ১৯৭১ - ১৬ জানুয়ারি ২০১৩) ছিলেন একজন ইংরেজ অভিনেত্রী, গায়ক, ভিডিও জকি এবং নৃত্যশিল্পী।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

তার জন্ম পোর্টসমাউথ, ইংল্যান্ডে, তার বাবা একজন বাংলাদেশী এবং মা ব্রিটিশ।[] তিন বোনের মধ্যে তিনি সর্বকনিষ্ঠ ছিলেন।

কর্মজীবন

[সম্পাদনা]

তার ছোটবেলায় নৃত্যশিল্পী হওয়ার জন্য প্রশিক্ষণ নিলেও বন্ধুদের নিয়ে তৈরি করা ব্যান্ড 'আকাসা' দিয়ে গায়িকা হিসেবে সাফল্য পান সোফিয়া।[] নব্বই দশকে এমটিভি এশিয়া ও ভি চ্যানেলে ভিডিও জকি হিসেবে কাজ করে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন ১৯৯০ সালে এমটিভি এশিয়ার ভিজে হিসেবে কাজ করার জন্য মুম্বাইয়ে আসেন এবং সাত বছর ভিজে হিসেবে কাজ করার পর অভিনয়ে মনোযোগী হন।বেশ কিছু বলিউডের ছবিতেও অভিনয় করেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে -খুবসুরত, হর দিল জো প্যার করেগা, মঙ্গল পাণ্ডে: দ্য রাইজিং, পেহলি নজর কা পহেলা প্যায়ার, লভ অ্যাট ফার্স্ট সাইট এবং ওয়ান্টেড। সর্বশেষ তিনি অভিনয় করেছিলেন ‘ওয়াহ ওয়াহ গার্লস’ নামক একটি ছবিতে, তবে তার অভিনীত প্রথম চলচ্চিত্র ছিলো তামিল ভাষার এবং সেটি ছিলো ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত আলাইপায়ুদে (খ্যাতিমান পরিচালক মণি রত্নম পরিচালিত)। অভিনয়ের পাশাপাশি মডেলিং ইন্ডাস্ট্রিতেও তিনি ব্যাপক জনপ্রিয় ছিলেন।

ব্যক্তিগত জীবন এবং মৃত্যু

[সম্পাদনা]

বাদ্যযন্ত্র পরিচালক, ডেভিড হোয়াইট সঙ্গে তিনি সারেতে থাকতেন। ২০১২ সালে, বড় দিনের কয়েক দিন আগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর তার শরীরে ক্যান্সার ধরা পড়ে। তার পর থেকে হাসপাতালেই ছিলেন।২০১৩ সালের ১৭ জানুয়ারি ৪১ বছর বয়সে লন্ডন হাসপাতালে ক্যান্সারে মারা যান তিনি।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Holla, Anand (১৯ জানুয়ারি ২০১৩)। "'Sophiya Haque led a life as colourful as her repertoire'"Mumbai MirrorThe Times of India। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০১৩ 
  2. "চলে গেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ তারকা সোফিয়া হক"। ২৭ মার্চ ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০১৩ 
  3. "West End actress Sophiya Haque dies at 41, two weeks after being told she has cancer"। Evening Standard। ১৭ জানুয়ারি ২০১৩। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০১৩ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]