হিন্দুধর্ম |
---|
ধারাবাহিকের অংশ |
![]() |
সোমযজ্ঞ (সংস্কৃত: सोमयज्ञ) বা সোমযোগ হলো হিন্দু আচার।[১] এটি চন্দ্রচক্রের সাথে যুক্ত এক প্রকার যজ্ঞ যা সমস্ত মহাবিশ্বের কল্যাণের জন্য স্বর্গীয় সত্তাকে সন্তুষ্ট করার জন্য করা হয়।[২]
এই আচার বেদে বর্ণিত পদ্ধতির উপর ভিত্তি করে। এই যজ্ঞে সোমকে প্রধান নৈবেদ্য হিসেবে ব্যবহার করা হয়, যাকে দেবতাদের অনুশোচনা করতে সক্ষম বলে মনে করা হয়। এটি শুধুমাত্র ব্রাহ্মণদের দ্বারা সঞ্চালিত হওয়ার জন্য নির্ধারিত হয়।[৩] যে পুরোহিত এই যজ্ঞ করেন তাকে সোমায়াজী বলা হয়।
সোমযজ্ঞ সাত প্রকার।[৪] এগুলো হলো:
অগ্নিষ্টোম হলে প্রথম ও প্রধান প্রকার। অন্য ছয়টি এর বৈচিত্র হিসাবে বিবেচিত হয়।