সোয়াবি জেলা Swabi District
| |
---|---|
জেলা | |
![]() খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াবি জেলার (লাল রং দ্বারা চিহ্নিত করা হয়েছে) অবস্থান | |
দেশ | ![]() |
প্রদেশ | খাইবার পাখতুনখোয়া |
রাজধানী | সোয়াবি |
আয়তন | |
• জেলা | ১,৫৪৩ বর্গকিমি (৫৯৬ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১৭)[১] | |
• জেলা | ১৬,২৪,৬১৬ |
• জনঘনত্ব | ১,১০০/বর্গকিমি (২,৭০০/বর্গমাইল) |
• পৌর এলাকা | ২,৭৫,৯২৫ |
• গ্রামীণ | ১৩,৪৮,৬৯১ |
সময় অঞ্চল | পিএসটি (ইউটিসি+৫) |
তহসিলের সংখ্যা | ৫ |
সোয়াবি জেলা (পশতু: سوابۍ ولسوالۍ, উর্দু: ضِلع صوابی) পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের মর্দান বিভাগের একটি জেলা। এটি সিন্ধু নদী ও কাবুল নদীগুলির বরাবর অবস্থিত। ১৯৮৮ সালে জেলার হিসেবে গঠিত হওয়ার আগ পর্যন্ত এটি মর্দান জেলার একটি তহসিল ছিল।[২] ৯৬% জনসংখ্যার প্রায় ৯৬% মানুষই পশতু ভাষা তাদের প্রথম ভাষা বা মাতৃভাষা হিসাবে ব্যবহার করে থাকে।[৩]
২০১৭ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী, জেলাটির জনসংখ্যা ছিল প্রায় ১,৬২৪,৬১৬ জন।[৪] বছরের সরকারী হিসাব অনুসারে সোয়াবি জেলার জনসংখ্যা নিচের ছকে দেখানো হয়েছে।[৫]
আদমশুমারি বছর | জনসংখ্যা | গ্রাম্য এলাকা | শহুরে এলাকা |
---|---|---|---|
১৯৫১ | ২৭২,২৭৯ | ২৭২,২৭৯ | নাই |
১৯৬১ | ৩৩২,৫৪৩ | ৩০৭,৮৬২ | ২৪,৬৮১ |
১৯৭২ | ৫০৭,৬৩১ | ৪৪০,২১৩ | ৬৭,৪১৮ |
১৯৮১ | ৬২৫,০৩৫ | ৫৬৬,৭৩৪ | ৫৮,৩০১ |
১৯৯৮ | ১,০২৬,৮০৪ | ৮৪৭,৫৯০ | ১৭৯,২১৪ |
২০১৭ | ১,৬২৪,৬১৬ | প্রযোজ্য নহে | প্রযোজ্য নহে |
বর্তমানে সোয়াবি জেলা ৪টি তহসিল নিয়ে গঠিত হয়েছে:[৪]