সোয়াবি তেহসিল | |
---|---|
তেহসিল | |
দেশ | ![]() |
প্রদেশ | ![]() |
জেলা | সোয়াবি |
সরকার | |
• চেয়ারম্যান | আতা উল্লাহ খান |
জনসংখ্যা (২০১৭)[১] | |
• তেহসিল | ৪,০৬,২১২ |
• পৌর এলাকা | ১,৫৫,৩৬১ |
• গ্রামীণ | ২,৫০,৮৫১ |
সময় অঞ্চল | পিএসটি (ইউটিসি+৫) |
সোয়াবি হল একটি তেহসিল যা পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার, সোয়াবি জেলায় অবস্থিত।
সোয়াবি প্রশাসনিকভাবে ঊনত্রিশটি ইউনিয়ন পরিষদে বিভক্ত, যথা:[২]
আদিনা, আসোতা, বাছাই, বাম খেল, বাতাকারা, চক নোদা, ডাগাই, গাবাসনি, গান্দাফ, গনি ছাত্রা, গার মুনারা, ইসমাইলা বোকো-জান্ডা, কাবগান্ত, কালাবাত, কালু খান, কারনাল শের কিলি, কথা, মাইনি, মানিরি বালা, মানিরি পায়ান, মারঘুজ, নারাঞ্জি, পাবেনি, পাঞ্জ পীর, পারমোলি, সেলিম খান, শাহমানসুর, শেখ জানা, শেওয়া, সোয়াবি, সোয়াবি মানেরি, তারাকাই, থান্ড কোহি, তোপি, তুরলান্দি, জাইদা, জারোবি।