সোরা Chora چوره | |
---|---|
জেলা | |
আফগানিস্তানে জেলাটির অবস্থান | |
স্থানাঙ্ক: ৩২°৫০′৫০″ উত্তর ৬৬°০৩′০০″ পূর্ব / ৩২.৮৪৭২২° উত্তর ৬৬.০৫০০০° পূর্ব | |
দেশ | আফগানিস্তান |
প্রদেশ | ওরুজগন |
আয়তন | |
• মোট | ৩,০০৫ বর্গকিমি (১,১৬০ বর্গমাইল) |
জনসংখ্যা (২০০৬) | |
• মোট | ৭৩,৭৫০ |
সোরা জেলা আফগানিস্তানের ওরুজগন প্রদেশের একটি অন্যতম জেলা।[১] জেলাটির কেন্দ্রীয় শহরের নাম হচ্ছে সোরা নামক শহর, যেখানে প্রায় ৩,০০০ জনসংখ্যার বসতি রয়েছে। এটি একটি গ্রামীণ শহর হিসেবে পরিচিত যেখানে কোন শিল্পের পশুপালন, কৃষি, এবং ছোট ব্যবসায়ীক ক্ষেত্রও নেই বললেই চলে।
জেলা প্রোফাইল:[২]
আফগানিস্তানের, ওরুজগন প্রদেশের অঞ্চল বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |