![]() | ||||
পূর্ণ নাম | সোসিয়েদাদ দেপোর্তিভা এইবার এস.এ.ডি. | |||
---|---|---|---|---|
ডাকনাম | আর্মাগিনিয়াক / লস আর্মেরোস (গুস্মিথস) আজুলগ্রানাস (নীল এবং গাঢ় লাল)[১] | |||
প্রতিষ্ঠিত | ৩০ নভেম্বর ১৯৪০ | |||
মাঠ | ইপুরুয়া মুনিসিপাল স্তেদিয়াম, এইবার | |||
ধারণক্ষমতা | ৮,১৬৪[২] | |||
সভাপতি | আমাইয়া গরোস্তিসা[৩] | |||
প্রধান কোচ | হোসে লুইস মেন্দিলিবার | |||
লিগ | লা লিগা | |||
২০১৯–২০ | ১৪তম | |||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | |||
| ||||
সোসিয়েদাদ দেপোর্তিভা এইবার (বাস্ক: Eibar Kirol Elkartea; সাধারণত এসডি এইবার নামে পরিচিত) হচ্ছে এইবার ভিত্তিক একটি স্পেনীয় পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে স্পেনের শীর্ষ স্তরের ফুটবল লীগ লা লিগায় খেলে। এই ক্লাবটি ১৯৪০ সালের ৩০শে নভেম্বর তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। এসডি এইবার তাদের সকল হোম ম্যাচ এইবারের ইপুরুয়া মুনিসিপাল স্তেদিয়ামে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৮,১৬৪।[৪][৫][৬] বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন হোসে লুইস মেন্দিলিবার এবং সভাপতির দায়িত্ব পালন করছেন আমাইয়া গরোস্তিসা। স্পেনীয় আক্রমণভাগের খেলোয়াড় সের্হি এনরিচ এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
ঘরোয়া ফুটবলে, এসডি এইবার এপর্যন্ত ১১টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ১টি সেহুন্দা ডিভিশন শিরোপা, ৩টি সেহুন্দা ডিভিশন বি এবং ৫টি তেরসেরা ডিভিশন শিরোপা রয়েছে।
ইউএনই-ইএন-আইএসও-৯০০১ দক্ষতার সনদপত্রপ্রাপ্ত একমাত্র ফুটবল ক্লাব হচ্ছে এইবার।[৭]