সোহেল খান (ক্রিকেটার)

সোহেল খান
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
সোহেল খান
জন্ম (1984-03-06) ৬ মার্চ ১৯৮৪ (বয়স ৪০)
মালাকান্দ, খাইবার পাখতুনখোয়া, পাকিস্তান
উচ্চতা৬ ফুট ৩ ইঞ্চি (১.৯১ মিটার)
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি মিডিয়াম-ফাস্ট
ভূমিকাবোলার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
একমাত্র টেস্ট২১ ফেব্রুয়ারি ২০০৯ বনাম শ্রীলঙ্কা
ওডিআই অভিষেক
(ক্যাপ ১৬৪)
৩০ জানুয়ারি ২০০৮ বনাম জিম্বাবুয়ে
শেষ ওডিআই১৪ সেপ্টেম্বর ২০১১ বনাম জিম্বাবুয়ে
ওডিআই শার্ট নং৫৭
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০০৭/০৮-সিন্ধু
২০০৭/০৮-সুই সাউদার্ন গ্যাস কর্পোরেশন
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই টি২০আই এফসি
ম্যাচ সংখ্যা ৭৩
রানের সংখ্যা ১১ - ১০১৮
ব্যাটিং গড় ১১.০০ ৪.০০ - ১৩.৭৫
১০০/৫০ ০/০ ০/০ ০/০ ০/১
সর্বোচ্চ রান ১১ - ৫৬
বল করেছে ৩৪২ ২৫৩ ৪২ ১৩,৮৯১
উইকেট ৩৩০
বোলিং গড় ২৪৫.০০ ৩৩.১৬ ২৫.৫০ ২৪.৮০
ইনিংসে ৫ উইকেট ২৬
ম্যাচে ১০ উইকেট n/a -
সেরা বোলিং ১/৬২ ৩/৩০ ২/১৩ ৯/১০৯
ক্যাচ/স্ট্যাম্পিং ০/- ০/– -/– ১৯/–
উৎস: CricketArchive, ৪ ফেব্রুয়ারি ২০১৫

সোহেল খান (পশতু: سہیل خان; জন্ম: ৬ মার্চ, ১৯৮৪) খাইবার পাখতুনখোয়া এলাকার মালাকান্দে জন্মগ্রহণকারী পাকিস্তানের ক্রিকেটারপাকিস্তান ক্রিকেট দলের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন তিনি। ডানহাতি ফাস্ট বোলার সোহেল ডানহাতে ব্যাটিংয়েও পারদর্শী। ঘরোয়া ক্রিকেটে করাচি ডলফিন্স, প্যাট্রন্স একাদশ, সিন্ধ, সুই সাউদার্ন গ্যাস কর্পোরেশন দলে প্রতিনিধিত্ব করছেন।

ঘরোয়া ক্রিকেট

[সম্পাদনা]

২০০৭-০৮ মৌসুমে এসএসজিসি দলের পক্ষে ঘরোয়া প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক ঘটে তার। কায়েদ-ই-আজম ট্রফিতে পাকিস্তান কাস্টমস দলের বিপক্ষে প্রথম ইনিংসে বল ছুড়ে ২৫ ওভারে ৫৯ রান খরচায় ৫ উইকেট শিকার করেন। দ্বিতীয় ইনিংসেও ২৩ ওভারের বিনিময়ে ৭৫ রানে ৫ উইকেট নেন। এরফলে অভিষেক খেলায় তিনি দশ উইকেট লাভ করেন।[] করাচির আসগর আলী শাহ স্টেডিয়ামে ওয়াপদা'র বিপক্ষে প্রতিযোগিতার চূড়ান্ত খেলায় ৫২.৫ ওভারে ১৬/১৮৯ লাভ করেন।[][] এরফলে তিনি ফজল মাহমুদের গড়া দীর্ঘদিনের ঘরোয়া ক্রিকেটে সেরা বোলিং রেকর্ড ভেঙ্গে সকলের দৃষ্টি কাড়েন।[] প্রতিযোগিতায় তিনি ৬৫ উইকেট নিয়ে শীর্ষ উইকেট সংগ্রাহকের ভূমিকায় অবতীর্ণ হন। ১৮.৪৩ গড়ে আটবার ৫-উইকেট ও দুইবার দশ উইকেট পান।[]

আন্তর্জাতিক ক্রিকেট

[সম্পাদনা]

৩০ জানুয়ারি, ২০০৮ তারিখে ফয়সালাবাদে অনুষ্ঠিত একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচটি খেলার ওডিআই সিরিজের চতুর্থ খেলায় অভিষেক ঘটে তার। নিষ্প্রাণ উইকেটে ৭ ওভার ৩৮ রান দিয়ে একমাত্র উইকেট পান।[] পরবর্তীতে এপ্রিল, ২০০৮ সালে সফরকারী বাংলাদেশ দলের বিপক্ষে প্রথম খেলায় কোন উইকেট না পেলেও দ্বিতীয় খেলায় তিন উইকেট তুলে নেন।[][]

৭ জানুয়ারি, ২০১৫ তারিখে পিসিবি'র প্রধান দল নির্বাচক মইন খান ২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপে সোহেল খানসহ ১৫-সদস্যের নাম ঘোষণা করেন। ২০১১ সালের পর থেকে আন্তর্জাতিক খেলা থেকে দূরে থাকা স্বত্ত্বেও পাকিস্তান দলের অন্যতম সদস্য মনোনীত হন তিনি। কিন্তু ২০১৪ মৌসুমে ঘরোয়া ক্রিকেটে দূর্দান্ত ক্রীড়া প্রদর্শন ও পাকিস্তানের দ্রুততম বোলারদের একজন হওয়ায় তিনি এ সুযোগ লাভ করেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]