সৌদি আরবের জাতীয় পতাকা ১৯৭৩ সালের মার্চ ১৫ হতে ব্যবহার করা হচ্ছে। এটিতে সবুজ বর্ণের মধ্যে সাদা অক্ষরে আরবি ভাষায় কলেমা তাইয়্যেবাহ্, এবং একটি তরবারি প্রদর্শিত হয়েছে।
পতাকার অক্ষর রীতি হল থুলুথ ধাঁচের। এটিতে প্রকাশ পেয়েছে
তরবারিটি ইবন্ সউদ এর আরব জয়কে নির্দেশ করছে।