সৌম্য স্বামীনাথন | |
---|---|
জন্ম | |
জাতীয়তা | ভারত |
পিতা-মাতা | এম এস স্বামীনাথন মিনা স্বামীনাথন |
সৌম্য স্বামীনাথন একজন ভারতীয় শিশু বিশেষজ্ঞ এবং ক্লিনিকাল সায়েন্টিস্ট যিনি টিউবারকুলোসিসে(যক্ষ্মা) তার কাজের জন্য পরিচিত। [১][২] ২০১৯ সালের ৭ই মার্চ থেকে তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী হিসাবে কাজ করেছেন। [৩] এর আগে ২০১৭ সালের ৩রা অক্টোবর তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থায় মহাপরিচালক ড. টিড্রোস আডহানোম গিব্রেইয়াসাসের দ্বারা ডেপুটি ডিরেক্টর জেনারেল অব প্রোগ্রামস (ডিডিপি) পদে নিযুক্ত হন।.[৪] কর্মজীবনের শুরুতে তিনি, তিনি ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য গবেষণা বিভাগের সচিব এবং পরবর্তীতে বায়োমেডিকাল গবেষণা প্রণয়ন, সমন্বয় ও উন্নয়নের জন্য ভারতে শীর্ষস্থানীয় সংস্থা ইন্ডিয়ান কাউন্সিল অফ বায়োমেডিকাল রিসার্চের মহাপরিচালক হিসেবে কাজ করেছেন।[১][৫]
স্বামীনাথন আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ থেকে এম বি বি এস এবং অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস, নতুন দিল্লি থেকে এম. ডি ডিগ্রী লাভ করেন।তিনি পরবর্তীকালে লস এঞ্জেলেস-এ শিশু হাসপাতালে এবং কেক স্কুল অব মেডিসিন বিশ্ববিদ্যালয়ের সাউদার্ন ক্যালিফোর্নিয়া থেকে পেডিয়াট্রিক পালমোলজিতে এ পোস্ট ডক্টরেট মেডিকেল ফেলোশিপ করেন .[৬]
সৌম্য স্বামীনাথন হলেন ভারতের "ভারতের সবুজ বিপ্লবের জনক" এম এস স্বামীনাথন এবং ভারতীয় শিক্ষাবিদ মিনা স্বামীনাথন এর কন্যা। সৌম্য্-র দুই বোন আছে, মধুরা স্বামীনাথন,যিনি কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিস্টিকাল ইনস্টিটিউটের অর্থনীতির অধ্যাপক এবং নিত্য স্বামীনাথন, যিনি ইউনিভার্সিটি অফ ইষ্ট আঙ্গিলা তে 'লিঙ্গ বিশ্লেষণ" এবং উন্ন্যনের সিনিয়র লেকচারার।. [৭] [না সাইটেশন দেওয়া]