ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
জন্ম | ১৮ জুলাই ২০০১ | ||
জন্ম স্থান | কুনেপল্লী,[১] নিজামাবাদ, তেলেঙ্গানা, ভারত | ||
মাঠে অবস্থান | মিডফিল্ডার | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | দিনামো জাগ্রেব | ||
জার্সি নম্বর | ৪ | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
রাইজিং স্টুডেন্টস | |||
২০১৭-২০১৮ | ইন্ডিয়া রাশ এসসি | ||
২০১৯-২০২০ | কেনক্রে | ৬ | (৭) |
২০২১-২০২২ | গোকুলম কেরালা | ১১ | (৭) |
২০২২– | দিনামো জাগ্রেব | ৪ | (০) |
জাতীয় দল‡ | |||
২০১৫ | ভারত অনূর্ধ্ব ১৪ | ||
২০১৬ | ভারত অনূর্ধ্ব ১৬ | ৪ | (৩) |
২০১৬-২০১৮ | ভারত অনূর্ধ্ব ১৯ | ৩ | (১) |
২০২১– | ভারত | ১৫ | (৩) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১০ই সেপ্টেম্বর ২০২২[২] তারিখ অনুযায়ী সঠিক। |
সৌম্যা গুগুলথ (জন্ম ১৮ই জুলাই ২০০১)[৩] হলেন একজন ভারতীয় মহিলা আন্তর্জাতিক ফুটবলার, যিনি ক্রোয়েশীয় ক্লাব দিনামো জাগ্রেব এবং ভারতের মহিলা জাতীয় ফুটবল দলের হয়ে মিডফিল্ডার হিসেবে খেলেন।[৪]
সৌম্যা ২০২১ সালে[৩] কেরালার গোকুলম কেরালা এফসির সাথে চুক্তি করার আগে ভারতীয় মহিলা লিগে কেনক্রেতে খেলেছেন। তিনি ২০২১ এএফসি মহিলা ক্লাব চ্যাম্পিয়নশিপেও অংশগ্রহণ করেছিলেন, যেখানে তাঁরা তৃতীয় স্থান অর্জন করেছিলেন।[৫][৬][৭]
২০২২ সালের ১৩ই জুলাই, ঘোষণা করা হয়েছিল যে তাঁকে এবং জ্যোতি চৌহানকে, প্রভা হর্ভাটস্কা নোগোমেটনা লিগা যা যিনির অন্তর্গত জেডএনকে দিনামো জাগ্রেব ক্লাবের ট্রায়াল দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।[৮] ৬ - ১১ জুন কলকাতায় অনুষ্ঠিত "স্পোর্টস এলিট ট্রায়াল"-এ, ক্লাবের সহকারী কোচ মিয়া মেদভেদোস্কি অংশ নিয়েছিলেন। সেখানে তিনি তাঁদের নির্বাচিত করেছিলেন। ১ সেপ্টেম্বর, ক্লাব তাঁকে স্বাক্ষর করিয়েছিল।[৯]
২০২৩ সালের ৫ই মার্চ, তিনি ক্রোয়েশিয়ান মহিলা ফুটবল কাপে রাউন্ড অফ ১৬ ম্যাচে জেডএনকে দিনামো জাগ্রেবের হয়ে তাঁর প্রথম গোল করেন।[১০]
বিভিন্ন যুব আন্তর্জাতিক স্তরে ভারতের প্রতিনিধিত্ব করার পর, সৌম্যা ২০২১ সালের ৮ই এপ্রিল উজবেকিস্তানের বিপক্ষে মহিলা জাতীয় দলের হয়ে তাঁর সিনিয়র অভিষেক করেন।[১১] এই বন্ধুত্বপূর্ণ অ্যাওয়ে খেলায় ভারত ০ - ১ ফলে হেরে গিয়েছিল। ২০২২ সালের ৭ই সেপ্টেম্বর, নেপালে সাফ মহিলা চ্যাম্পিয়নশিপে, তিনি পাকিস্তানের বিরুদ্ধে তাঁদের ৩ - ০ জয়ে তাঁর প্রথম আন্তর্জাতিক গোল করেন। পরে ১০ই সেপ্টেম্বর, তিনি মালদ্বীপের বিরুদ্ধে আবার একটি গোল করেন এবং তাঁরা ৯ - ০ ব্যবধানে জয়লাভ করেন।
না. | তারিখ | স্থান | প্রতিপক্ষ | স্কোর | ফলাফল | প্রতিযোগিতা |
---|---|---|---|---|---|---|
১. | ৭ই সেপ্টেম্বর ২০২২ | দশরথ রঙ্গশালা, কাঠমান্ডু, নেপাল | পাকিস্তান | ৩ –০ | ৩-০ | ২০২২ সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ |
২. | ১০ই সেপ্টেম্বর ২০২২ | মালদ্বীপ | ৫ –০ | ৯-০ | ||
৩. | ১৫ই ফেব্রুয়ারি ২০২৩ | জওহরলাল নেহরু স্টেডিয়াম, চেন্নাই, ভারত | নেপাল | ১ –০ | ২-২ | বন্ধুত্বপূর্ণ |
কেনক্রে
গোকুলম কেরালা