নক্ষত্রের উজ্জলতা পরিমাপ করতে জ্যোতির্বিজ্ঞানীরা সৌর জ্যোতি নামে আলাদা একটি একক নামকরণ করেছেন। সূর্য থেকে বের হওয়া আলোর ফোটন কণার শক্তি ফ্লাক্স বের করতে এই একককে কাজে লাগানো হয়। জ্যোতির্বিজ্ঞানীরা একে অন্য নক্ষত্রের, গ্যালাক্সির বা মহাজাগতিক বস্তুর জ্যোতির পরিমাণ বের করতে ব্যবহার করেন।
ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন ১ সৌর জ্যোতিকে সঙ্গায়িত করতে যেয়ে বলেছেন, । [১] এক্ষেত্রে সৌর নিউট্রিনো জ্যোতিকে যোগ করা হয়নি। সৌর নিউট্রিনো জ্যোতিকে যোগ করা হলে .[২] সূর্য একটি ভ্যরিয়েবল নক্ষত্র, তাই এর সৌর জ্যোতি পরিবর্তন হয়। এর মধ্যে বিখ্যাত হচ্ছে ১৬ বছর পরপর সূর্যের সৌর কলঙ্কের কারণে। [৩]
সৌর জ্যোতি প্রতি একক ক্ষেত্রফলে ক্ষমতার ফ্লাক্সের উপর নির্ভর করে। যদি সৌর জ্যোতি হয়, A যদি সূর্য থেকে পৃথিবী পর্যন্ত গড় দূরত্ব হয় তবে,
এক্ষেত্রে k এর মান ১ এর খুব কাছাকাছি। যদিও A এর মান সম্পূর্ণরূপে 1 AU নয়, তবে আমরা গড় হিসেবে একে ধরতে পারি।