সৌরজগতের ক্ষুদ্র বস্তু (ইংরেজি: small Solar System body বা SSSB) হল সৌরজগতের সেই সব বস্তু যেগুলি গ্রহ, বামন গ্রহ বা প্রাকৃতিক উপগ্রহ নয়। শব্দটি ইন্টারন্যাশানাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন কর্তৃক প্রথম ২০০৬ সালে সংজ্ঞায়িত হয় এই ভাষায়: "[প্রাকৃতিক] উপগ্রহ ব্যতীত সূর্য-প্রদক্ষিণকারী অন্য সকল বস্তুকে একত্রে ‘সৌরজগতের ক্ষুদ্র বস্তুসমূহ’ নামে উল্লেখ করা হবে"।[১]
অর্থাৎ, সৌরজগতের ক্ষুদ্র বস্তুগুলি হল: ধূমকেতুসমূহ; সকল ধ্রুপদি গ্রহাণুসমূহ (বামন গ্রহ সেরেস ছাড়া); সকল ট্রোজানসমূহ; এবং সেন্টোর ও নেপচুন-উত্তর বস্তুসমূহ (বামন গ্রহ প্লুটো, হাউমেয়া, মাকেমাকে ও এরিস এবং সম্ভাব্য বামন গ্রহগুলি ছাড়া)।
| |||||||||||||||||||
সৌরজগৎ → স্থানীয় আন্তঃনাক্ষত্র মেঘ → স্থানীয় বুদবুদ → গল্ড বেষ্টনী → কালপুরুষ বাহু → আকাশগঙ্গা ছায়াপথ → আকাশগঙ্গা উপগোষ্ঠী → স্থানীয় গোষ্ঠী → স্থানীয় আস্তর → কন্যা মহাস্তবক → ল্যানিয়াকেয়া মহাস্তবক → পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্ব → মহাবিশ্ব |