কর্মীবৃন্দ | |
---|---|
অধিনায়ক | জয়দেব উনাদকট |
কোচ | নিরাজ ওদেদরা |
মালিক | সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন |
দলের তথ্য | |
স্বাগতিক মাঠ | সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম, রাজকোট |
ইতিহাস | |
প্রথম শ্রেণী অভিষেক | কমনওয়েলথ একাদশ ১৯৫০ সালে রাজকুমার কলেজ মাঠ, রাজকোট |
রঞ্জি ট্রফি জয় | ২ |
ইরানি কাপ জয় | ০ |
বিজয় হাজারে ট্রফি জয় | ২ |
দাপ্তরিক ওয়েবসাইট | এসসিএ |
সৌরাষ্ট্র ক্রিকেট দল ভারতের ঘরোয়া ক্রিকেটে গুজরাত রাজ্যের সৌরাষ্ট্র অঞ্চলের প্রতিনিধিত্ব করে থাকে।
সৌরাষ্ট্র দল গঠনের আগে নওয়ানগর ও পশ্চিম ভারত সৌরাষ্ট্রের হয়ে প্রতিনিধিত্ব করত। নওয়ানগর ১৯৩৬/৩৭ রঞ্জিতে চ্যাম্পিয়ন হয় ও ১৯৩৭/৩৮ মরসুমে রানার্স-আপ হয়।[১] ১৯৪৩/৪৪ মরসুমে পশ্চিম ভারত রঞ্জি চ্যাম্পিয়ন হয়।
সৌরাষ্ট্র রঞ্জি ট্রফিতে ১৯৫০/৫১ রঞ্জি ট্রফিতে প্রথম অংশ নেয়। ২০১২/১৩, ২০১৫/১৬, ২০১৮/১৯ সালে তারা রানার্স-আপ হয়। ২০১৯/২০ মরসুমে ফাইনালে বাংলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।[২]