মহাদেশ | ইউরোপ |
---|---|
অঞ্চল | ব্রিটিশ দ্বীপপুঞ্জ |
আয়তন | |
• মোট | ৩০,৯৮১ মা২ (৮০,২৪০ কিমি২) |
• স্থলভাগ | ৯৭% |
• জলভাগ | ৩% |
উপকূলরেখা | ৭,৩৩০ মা (১১,৮০০ কিমি) |
সীমানা | ইংল্যান্ড ৯৬ মাইল (১৫৪ কিমি) |
সর্বোচ্চ বিন্দু | বেন নেভিস ১,৩৪৫ মিটার (৪,৪১৩ ফু) |
সর্বনিম্ন বিন্দু | আটলান্টিক মহাসাগর ০ মিটার (০ ফু) |
দীর্ঘতম নদী | টে নদী ১২০ মাইল (১৯০ কিমি) |
বৃহত্তম হ্রদ | লোচ লোমন্ড ২৭ বর্গমাইল (৭০ কিমি২) |
জলবায়ু | ক্রান্তীয়, উপ-বৃত্তীয়, তুন্দ্রা |
ভূখণ্ড | পর্বত, পাহাড়, বন, বগ, নগর |
প্রাকৃতিক সম্পদ | আকরিক লৌহ, জিঙ্ক, পটাশ, সিলিকন, কয়লা, মাছ, কাঠ, বন্যপ্রাণী, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, জলবিদ্যুত্ |
প্রাকৃতিক বিপত্তিসমূহ | বায়ু ঝড়, বন্যা |
পরিবেশগত সমস্যা | জলবায়ু পরিবর্তন, পুননবায়নযোগ্য জ্বালানি, পয়ঃনিষ্কাষণ ও পানি দূষণ |
স্কটল্যান্ডের ভূগোল বৈচিত্র্যময়, কারণ এখানে রয়েছে গ্রামীণ নিম্নভূমি থেকে অব্যবহৃত উঁচু পার্বত্য অঞ্চল এবং বড় শহর থেকে খুব কম জনবহুল দ্বীপপুঞ্জ পর্যন্ত। ইউরোপের উত্তরে অবস্থিত স্কটল্যান্ড গ্রেট ব্রিটেন দ্বীপের উত্তরের অর্ধাংশের পাশাপাশি শিটল্যান্ড দ্বীপপুঞ্জ, অর্কনি দ্বীপপুঞ্জ এবং অভ্যন্তরস্থ এবং বহিস্থ হিব্রাইড দ্বীপপুঞ্জ সহ প্রায় ৯০০টি দ্বীপ নিয়ে গঠিত।[১]
স্কটল্যান্ডের আয়তন ৩০,৯৮১ বর্গমাইল (৮০,২৪০ কিমি২), যা যুক্তরাজ্যের মোট আয়তনের ৩২%। স্কটল্যান্ডের মূল ভূখণ্ডের উপকূলরেখার দৈর্ঘ্য ৬,১৬০ মাইল (৯,৯১০ কিমি)।
স্কটল্যান্ডের গঠন ক্রিয়া পাত সঞ্চালন প্রক্রিয়ার দ্বারা সংগঠিত হয়েছিল এবং পরবর্তীকালে হিমবাহ থেকে উদ্ভূত ক্ষয়কার্যের ফলে এর গঠন সম্পন্ন হয়।
স্কটল্যান্ডের মোট জমির পরিমাণ ৮০,২৩,৯৪৭ হেক্টর। এর ৬৭% তৃণভূমি ও অনিয়মিত চারণভূমি; কাঠ ও বনভূমিতে ১৭%; নগর উন্নয়নে ৮%; ফসল ফলানো ও পতিত ৭% এবং অন্যান্য কৃষি জমি খাতে ২% ভূমি ব্যবহৃত হয়।
স্কটল্যান্ডের মূল ভূখণ্ডের উপকূলরেখার দৈর্ঘ্য ৬,১৬০ মাইল (৯,৯১০ কিমি)। অসংখ্য দ্বীপ যুক্ত করলে এর দৈর্ঘ্য ১১,৬০২ মাইল (১৮,৬৭২ কিমি) পর্যন্ত বৃদ্ধি পায়।[২]
স্কটল্যান্ডে ৯০০টিরও বেশি দ্বীপ রয়েছে, যার মধ্যে ১০০টিরও বেশি দ্বীপে জনবসতি রয়েছে।[২] দ্বীপগুলোর অধিকাংশই দেশের উত্তর ও পশ্চিম উপকূলে অবস্থিত।[৩]