স্ক্রিন অ্যাক্টরস গিল্ড আজীবন সম্মাননা পুরস্কার | |
---|---|
বিবরণ | "অভিনয় পেশায় অসাধারণ অবদানের জন্য" |
দেশ | মার্কিন যুক্তরাষ্ট্র |
পুরস্কারদাতা | স্ক্রিন অ্যাক্টরস গিল্ড |
প্রথম পুরস্কৃত | ১৯৬২ |
বর্তমানে আধৃত | অ্যালান আলডা (২০১৮) |
ওয়েবসাইট | sagawards.org |
স্ক্রিন অ্যাক্টরস গিল্ড আজীবন সম্মাননা পুরস্কার হল অভিনয় পেশায় অসাধারণ অবদানের জন্য স্ক্রিন অ্যাক্টরস গিল্ডের জাতীয় সম্মাননা ও শ্রদ্ধাঞ্জলি কমিটি প্রদত্ত একটি পুরস্কার। ১ম স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার আয়োজনের ৩৩ বছর আগে থেকে এই পুরস্কার প্রদান করা হচ্ছে। ১৯৬২ সালে এই পুরস্কারের প্রথম গ্রহীতা ছিলেন কৌতুকাভিনেতা এডি ক্যান্টর। [১] ১৯৬২ সাল থেকে ১৯৬৩ ও ১৯৮১ সাল ব্যতীত প্রতি বছর এই পুরস্কার দেয়া হচ্ছে। দুই বার একই বছর দুজনকে এই পুরস্কার প্রদান করা হয়েছিল, প্রথমটি ১৯৮৫ সালে অভিনেতা পল নিউম্যান ও অভিনেত্রী জোয়ান উডওয়ার্ড, [২] এবং দ্বিতীয়টি ২০০০ সালে অসি ডেভিস ও রুবি ডি। [৩] ২০১৭ সাল পর্যন্ত ৫৪ জন ব্যক্তিকে এই পুরস্কার প্রদান করা হয়েছে, যার মধ্যে ৪৫ জন পুরুষ ও ১৯ জন নারী।