স্টিভেন আর্থার কুক | |
---|---|
জন্ম | ১৪ ডিসেম্বর, ১৯৩৯ |
মাতৃশিক্ষায়তন | হার্ভার্ড বিশ্ববিদ্যালয় মিশিগান বিশ্ববিদ্যালয় |
পরিচিতির কারণ | NP-completeness Propositional proof complexity Cook-Levin theorem |
পুরস্কার | টুরিং পুরস্কার ১৯৮২ CRM-Fields-PIMS prize John L. Synge Award Bernard Bolzano Medal |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | কম্পিউটার বিজ্ঞান |
প্রতিষ্ঠানসমূহ | ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে টরন্টো বিশ্ববিদ্যালয় |
ডক্টরাল উপদেষ্টা | হাও ওয়াং |
ডক্টরেট শিক্ষার্থী | Paul Beame Mark Braverman Valentine Kabanets Toniann Pitassi Robert A. Reckhow Walter Savitch |
স্টিভেন কুক (ইংরেজি: Stephen Cook; জন্ম:১৪ ডিসেম্বর, ১৯৩৯) একজন বিখ্যাত মার্কিন কম্পিউটার বিজ্ঞানী ও গণিতবিদ। টুরিং পুরস্কারপ্রাপ্ত কুকের প্রধান অবদান কম্প্লেক্সিটি তত্ত্বের গুরুত্বপূর্ণ এনপি-সম্পূর্ণতা ধারণা উদ্ভাবন করা। তিনি ২০০৮ সালে টুরিং পুরস্কার পান। বর্তমানে তিনি টরন্টো বিশ্ববিদ্যালয় এ কম্পিউটার বিজ্ঞান বিভাগ ও গণিত বিভাগে অধ্যাপক পদে দায়িত্বরত।
স্টিভেন কুকের জন্ম ১৯৩৯ সালের ১৪ ডিসেম্বর নিউইয়র্কে। তিনি ১৯৬১ সালে মিশিগান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি এবং ১৯৬২ ও ১৯৬৬ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ১৯৬৬ সালে তিনি ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়াতে গণিত বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন। ১৯৭০ সালে তিনি ইউনিভার্সিটি অব টরেন্টোতে কম্পিউটার বিজ্ঞান এবং গণিত বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন এবং ১৯৭৫ সালে অধ্যাপক হন।
স্টিভেন কুক ২০০৮ সালে এসিএম টুরিং পুরস্কার পান।
কুক দুই সন্তান এর জনক এবং বর্তমানে তিনি সস্ত্রীক টরেন্টো রয়েছেন। তিনি বেহালা বাজাতে পারেন এবং নৌভ্রমণ পছন্দ করেন।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |