স্টিভেন স্যাসন | |
---|---|
জন্ম | নিউ ইয়র্ক সিটি, নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র | ৪ জুলাই ১৯৫০
মাতৃশিক্ষায়তন | রেন্সসেলার পলিটেকনিক ইনস্টিটিউট |
পেশা | ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার আবিষ্কারক |
পরিচিতির কারণ | প্রথম স্বয়ংসম্পূর্ণ ডিজিটাল ক্যামেরা এর উদ্ভাবক। |
স্টিভেন জে. স্যাসন (জন্ম ৪ জুলাই, ১৯৫০) একজন মার্কিন তড়িৎ প্রকৌশলী এবং সেল্ফ কনটেইন্ড (পোর্টেবল) ডিজিটাল ক্যামেরার উদ্ভাবক। ইঞ্জিনিয়ারিং স্কুল থেকে স্নাতক হওয়ার পরপরই তিনি কোডাক এ যোগ দেন এবং ২০০৯ সালে কোডাক থেকে অবসর নেন।[১]
স্যাসন নিউ ইয়র্কের ব্রুকলিনে জন্মগ্রহণ করেন, রাগনহিল্ড টোমিন (এন্ড্রেসেন) এবং জন ভিনসেন্ট স্যাসনের ছেলে। তার মা ছিলেন নরওয়েজীয়।[২]
তিনি ব্রুকলিন টেকনিক্যাল হাই স্কুল থেকে পড়াশোনা করেন এবং স্নাতক হন।[৩] তিনি রেনসেলার পলিটেকনিক ইনস্টিটিউটে তড়িৎ প্রকৌশলে বিএস করেন ১৯৭২ সালে এবং এমএস করেন তার পরের বছর।[১]
Stevens morfar, Kristoffer (Chris) Endresen utvandret i 1921 fra Skudeneshavn til Brooklyn, der han slo seg ned somfisker. [Steven's grandfather, Kristoffer (Chris) Endresen, emigrated in 1921 from Skudenes Harbor to Brooklyn.]