স্টেট ব্যাংক অব ভিয়েতনাম

স্টেট ব্যাংক অব ভিয়েতনাম
Ngân hàng Nhà nước Việt Nam
প্রধান কার্যালয়৪৯ লি থাই টু স্ট্রিট, ট্রাং তিয়েন ওয়ার্ড, হোয়ান কিয়েম জেলা, হ্যানয়
প্রতিষ্ঠিত৬ মে ১৯৫১; ৭৩ বছর আগে (1951-05-06)
মালিকানাভিয়েতনাম সরকার
১০০% রাষ্ট্র মালিকানাধীন[]
গভর্নরনগুয়েন থি হং
ডেপুটি গভর্নরনগুয়েন তোয়ান থাং, দাও মিন তু, নগুয়েন কিম আন
এর কেন্দ্রীয় ব্যাংক ভিয়েতনাম (১৯৭৬ সাল থেকে)
মুদ্রাভিয়েতনামী ডং
VND (আইএসও ৪২১৭)
সঞ্চয়১০০+ মিলিয়ন মার্কিন ডলার[]
পূর্বসূরিউত্তর ভিয়েতনামদক্ষিণ ভিয়েতনাম ন্যাশনাল ব্যাংক অব ভিয়েতনাম
ওয়েবসাইটwww.sbv.gov.vn

স্টেট ব্যাংক অব ভিয়েতনাম (SBV; ভিয়েতনামী: Ngân hàng Nhà nước Việt Nam) হচ্ছে ভিয়েতনামের কেন্দ্রীয় ব্যাংক। ভিয়েতনাম সরকারের অধীনে একটি মন্ত্রণালয়-স্তরের সংস্থা হিসেবে ব্যাংকটি প্রতিষ্ঠিত ও পরিচালিত হচ্ছে। এটি দেশটির রাষ্ট্রীয় মুদ্রা ছাপানো ও প্রচলনের একমাত্র প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালন করে।[] ২০২৪ সালের হিসেবে এটি প্রায় ১০০ মিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণ করছে।[]

ইতিহাস

[সম্পাদনা]
ফরাসি আর্ট-ডেকো স্থাপত্যসহ হ্যানয়ে স্টেট ব্যাংক অব ভিয়েতনামের সদর দপ্তর
হো চি মিন সিটিতে স্টেট ব্যাংকের শাখা।

যখন ইন্দোচীন ফরাসি শাসনের অধীনে ছিল, তখন ঔপনিবেশিক সরকার ব্যাংক দে ল'ইন্দোচিনের মাধ্যমে ইন্দোচীনের মুদ্রা ব্যবস্থা পরিচালনা করত, যেটি ফরাসি ইন্দোচীনে একটি বাণিজ্যিক ব্যাংক হিসেবেও কাজ করত।

১৯৪৫ সালের আগস্ট বিপ্লবের পর ভিয়েতনামের গণতান্ত্রিক প্রজাতন্ত্রের সরকার ধীরে ধীরে ফ্রান্স থেকে স্বাধীন একটি আর্থিক ব্যবস্থা চালু করার চেষ্টা করে।

১৯৫১ সালের ৬ মে রাষ্ট্রপতি হো চি মিন ভিয়েতনাম ন্যাশনাল ব্যাংক প্রতিষ্ঠার ডিক্রি ১৫/এসএল স্বাক্ষর করেন। ১৯৬০ সালের ২১ জানুয়ারী ব্যাংকের গভর্নর প্রধানমন্ত্রীর পক্ষে ব্যাংকের নাম পরিবর্তন করে স্টেট ব্যাংক অব ভিয়েতনাম রাখার জন্য একটি অধ্যাদেশে স্বাক্ষর করেন।[তথ্যসূত্র প্রয়োজন]

সাইগন পতনের পর দুই ভিয়েতনাম একত্রিত হলেও ১৯৭৬ সালের জুলাই পর্যন্ত দুই দেশের প্রশাসন এবং প্রতিষ্ঠান একত্রিত হয়নি। ১৯৭৬ সালের জুলাই মাসে ন্যাশনাল ব্যাংক অব ভিয়েতনাম (ভিয়েতনাম প্রজাতন্ত্রের কেন্দ্রীয় ব্যাংক) স্টেট ব্যাংক অব ভিয়েতনামের সাথে একীভূত হয়।

উদারীকরণের যুগে ভিয়েতনামের ব্যাংকিং ব্যবস্থার সংস্কার করা হয়েছিল। ১৯৮৮ সালে ভিয়েতনামের শিল্প ও বাণিজ্যিক ব্যাংক (ভিয়েতিনব্যাংক - বর্তমানে বৃহত্তম তালিকাভুক্ত ব্যাংক) এবং ভিয়েতনাম ব্যাংক ফর এগ্রিকালচার দিয়ে শুরু করে নতুন নতুন ব্যাংক প্রতিষ্ঠা করা হয় এবং স্টেট ব্যাংক ধীরে ধীরে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকায় অবতীর্ণ হয়।[]

১৯৯০ সালে রাষ্ট্রীয় ব্যাংককে পুনর্গঠিত করার জন্য নতুন একটি অধ্যাদেশ জারি করা হয়। নতুন অধ্যাদেশে স্টেট ব্যাংকে পুনর্গঠিত করে এটির কার্যক্রম পুনর্নির্ধারণ করে দেয়া হয় যে: "রাষ্ট্রের পক্ষে, মুদ্রার মূল্য স্থিতিশীল করার জন্য সারা দেশে অর্থ, ঋণ এবং ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা, এবং ভিয়েতনামের সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রের মুদ্রা প্রচলনের ক্ষমতা সম্পন্ন একমাত্র সংস্থা" কাজ করা।[]

কার্যক্রম এবং ভূমিকা

[সম্পাদনা]

গভর্নর

[সম্পাদনা]

বিতর্ক এবং দুর্নীতির মামলা

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Weidner, Jan (২০১৭)। "The Organisation and Structure of Central Banks" (PDF)Katalog der Deutschen Nationalbibliothek 
  2. "Vietnam's Central Bank ready to steady foreign exchange market"hanoitimes.vn (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-২৫ 
  3. "Tasks and Mandates of SBV" 
  4. World Bank (১ মার্চ ১৯৯৫)। Viet Nam Financial Sector Review. (পিডিএফ)। পৃষ্ঠা III–V। 
  5. ordinance on the State Bank of Vietnam, 23 May 1990 (translation on the website of the Embassy of Vietnam in the United States)