![]() ২০১৮ সালে লাৎসিয়োর হয়ে ডে ভ্রেই | |||
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | স্টেফান ডে ভ্রেই | ||
জন্ম | ৫ ফেব্রুয়ারি ১৯৯২ | ||
জন্ম স্থান | আউডারকার্ক আন ডেন এইসেল, নেদারল্যান্ডস | ||
উচ্চতা | ১.৯০ মিটার (৬ ফুট ৩ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | রক্ষণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | ইন্টার মিলান | ||
জার্সি নম্বর | ৬ | ||
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১১:৫৪, ১৩ অক্টোবর ২০২৩ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
স্টেফান ডে ভ্রেই (ওলন্দাজ: Stefan de Vrij; জন্ম: ৫ ফেব্রুয়ারি ১৯৯২) হলেন একজন ওলন্দাজ পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইতালীয় ক্লাব ইন্টার মিলান এবং নেদারল্যান্ডস জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[১][২] তিনি মূলত কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০০৭ সালে, ডে ভ্রেই নেদারল্যান্ডস অনূর্ধ্ব-১৬ দলের হয়ে নেদারল্যান্ডসের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় পাঁচ বছর যাবত নেদারল্যান্ডসের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১২ সালে নেদারল্যান্ডসের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; নেদারল্যান্ডসের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৬০ ম্যাচে ৩টি গোল করেছেন।
স্টেফান ডে ভ্রেই ১৯৯২ সালের ৫ই ফেব্রুয়ারি তারিখে নেদারল্যান্ডসের আউডারকার্ক আন ডেন এইসেলে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
ডে ভ্রেই কাতারে অনুষ্ঠিত ২০২২ ফিফা বিশ্বকাপের জন্য ২০২২ সালের ১১ই নভেম্বর তারিখে ঘোষিত নেদারল্যান্ডসের ২৬ সদস্যের চূড়ান্ত দলে স্থান পেয়েছেন।[৩][৪]
দল | সাল | ম্যাচ | গোল |
---|---|---|---|
নেদারল্যান্ডস | ২০১২ | ২ | ০ |
২০১৩ | ৭ | ০ | |
২০১৪ | ১৬ | ২ | |
২০১৫ | ৫ | ১ | |
২০১৭ | ৩ | ০ | |
২০১৮ | ৪ | ০ | |
২০২০ | ৬ | ০ | |
২০২১ | ১২ | ০ | |
২০২২ | ৪ | ০ | |
২০২৩ | ১ | ০ | |
সর্বমোট | ৬০ | ৩ |