ব্যক্তিগত তথ্য | |
---|---|
জন্ম | দ্য হ্যাগুই, নেদারল্যান্ডস | ৩০ আগস্ট ১৯৯৯
আন্তর্জাতিক তথ্য | |
জাতীয় দল | |
টি২০আই অভিষেক (ক্যাপ ২৭) | ৭ জুলাই ২০১৮ বনাম সংযুক্ত আরব আমিরাত |
শেষ টি২০আই | ৩ সেপ্টেম্বর ২০১৯ বনাম নামিবিয়া |
উৎস: ক্রিকইনফো, ৩ সেপ্টেম্বর ২০১৯ |
স্টেরে ক্যালিস (জন্ম: ৩০ আগস্ট ১৯৯৯) একজন ডাচ ক্রিকেটার।[১] তিনি ২০১৫ সালের নভেম্বরে ২০১৫ আইসিসি মহিলা বিশ্ব টুয়েন্টি২০ বাছাইপর্বে নেদারল্যান্ডসের জাতীয় মহিলা ক্রিকেট দলের হয়ে প্রথম খেলেছেন।[২]
২০১৮ সালের জুনে, তাকে ২০১৮ আইসিসি মহিলা বিশ্ব টুয়েন্টি২০ বাছাইপর্ব প্রতিযোগিতার জন্য নেদারল্যান্ডসের দলীয় স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছিল।[৩] তিনি ৭ জুলাই ২০১৮-তে ওয়ার্ল্ড টি-টোয়েন্টি বাছাইপর্বে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে নেদারল্যান্ডসের হয়ে মহিলাদের টি-টোয়েন্টি আন্তর্জাতিক (ডব্লিউটি২০আই) ক্রিকেটে অভিষিক্ত হন।[৪] উক্ত প্রতিযোগিতায় তিনি পাঁচ ম্যাচে ২৩১ রান নিয়ে প্রতিযোগিতার শীর্ষ রান সংগ্রহকারী ছিলেন।[৫] প্রতিযোগিতা সমাপ্তির পরে, তাকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কর্তৃক নেদারল্যান্ডস স্কোয়াডের উঠতি তারকা হিসাবে নামকরণ করা হয়েছিল।[৬]
জুলাই ২০১৮ সালে, তিনি আইসিসি মহিলা গ্লোবাল ডেভলপমেন্ট স্কোয়াডে অন্তর্ভুক্ত হন।[৭] নভেম্বর ২০১৮ সালে, উইমেনস বিগ ব্যাশ লিগ (ডব্লিউবিবিএল) ক্লাবগুলির বিপক্ষে খেলতে আবারও উইমেনস গ্লোবাল ডেভলপমেন্ট স্কোয়াডের সদস্য মনোনীত হন।[৮]
২০১৯ সালের মে মাসে স্পেনে অনুষ্ঠিত ২০১৯ আইসিসি মহিলা বাছাইপর্ব ইউরোপ প্রতিযোগিতার জন্য তাকে নেদারল্যান্ডসের দলে রাখা হয়েছিল।[৯] ২৭ জুন ২০১৯ তারিখে জার্মানি বিপক্ষের খেলায় ক্যালিস তার মহিলা টুয়েন্টি২০ আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরী করেন,[১০][১১] এবং মহিলা টুয়েন্টি২০ আন্তর্জাতিকে অপরাজিত ১২৬ রান নিয়ে সর্বোচ্চ স্কোর করার রেকর্ড করেন।[১২] তিনি চার ম্যাচে ১৫৮ রান নিয়ে প্রতিযোগিতার শীর্ষে রান সংগ্রহকারী নির্বাচিত হন।[১৩][১৪]
আগস্ট ২০১৯ এ, স্কটল্যান্ডে অনুষ্ঠিত ২০১৯ আইসিসি মহিলা বিশ্ব টুয়েন্টি২০ বাছাইপর্ব প্রতিযোগিতার জন্য তাকে ডাচ স্কোয়াডে অন্যতম সদস্য হিসাবে স্থান পায়।[১৫]