স্টোন জেল বিল্ডিং অ্যান্ড রো হাউস হল দুটি সংলগ্ন পাথরে তৈরি ভবন যা টোনোপা, নেভাদার ওয়াটার স্ট্রিটে অবস্থিত। কারাগারটি ১৯০৩ সালে এবং সংলগ্ন রো হাউস ১৯০৮ সালে নির্মিত হয়েছিল। দুটি ভবনই এক সময় পতিতালয় হিসেবে ব্যবহৃত হতো। [১] ভবনগুলো ১৯৮২ সালে ন্যাশনাল রেজিস্টার অফ হিস্টোরিক প্লেসেস-এ যোগ করা হয়। [২] [৩]
|ইউআরএল=
এর মান পরীক্ষা করুন (সাহায্য)। সংগ্রহের তারিখ জুলাই ১৭, ২০১৩।