![]() | |
ধরন | পাবলিক লিমিটেড কোম্পানী |
---|---|
আইএসআইএন | GB0004082847 |
শিল্প | ব্যাংকিং, আর্থিক সেবা |
পূর্বসূরী | |
প্রতিষ্ঠাকাল | ১৯৬৯ |
প্রতিষ্ঠাতা | জেমস উইলসন ![]() |
সদরদপ্তর | |
বাণিজ্য অঞ্চল | বিশ্বব্যাপী |
প্রধান ব্যক্তি | |
পরিষেবাসমূহ | ক্রেডিট কার্ডs কনজ্যুমার ব্যাংকিং কর্পোরেট ব্যাংকিং বিনিয়োগ ব্যাংকিং মর্টগেজ লোনs প্রাইভেট ব্যাংকিং সম্পদ ব্যবস্থাপনা |
আয় | ইউএস$ ১৪.৬১৩ বিলিয়ন (২০১৫)[১] |
ইউএস$ ৪.১১৬ বিলিয়ন (২০১৫)[১] | |
ইউএস$ (২.১৯৬) বিলিয়ন (২০১৫)[১] | |
কর্মীসংখ্যা | ৮৫,০০০ (২০২২) ![]() |
ওয়েবসাইট | www |
স্ট্যাডার্ড চার্টার্ড পিএলসি একটি ব্রিটিশ বহুজাতিক ব্যাংকিং এবং আর্থিক প্রতিষ্ঠান যার হেডকোয়ার্টাস লন্ডনে অবস্থিত। এটি ৭০টি দেশে ১,২০০ টি শাখা এবং আউটলেট (এদের মধ্যে সাবসিডিয়ারি,সহযোগী এবং যৌথ মূলধনী সহ)এবং ৮৭,০০০ হাজার কর্মী রয়েছে।ব্যাংকটি কনজ্যুমার, কর্পোরেট এবং প্রাতিষ্ঠানিক সেবা দিয়ে বিশ্বব্যাপি অবস্থান করছে। ব্যাংকটি যুক্তরাজ্য ভিত্তিক হওয়া সত্বেও এটি সেখানে রিটেইল ব্যাংকিং করে না এবং এর ৯০% মুনাফা আসে এশিয়া,আফ্রিকা এবং মধ্যপ্রাচ্য থেকে।
লন্ডন স্টক এক্সচেঞ্জে স্ট্যার্ডাড চার্টার্ড প্রাথমিক তালিকাভুক্ত রয়েছে এবং এটি এফটি ১০০ সূচকে রয়েছে। জানুয়ারি ২০,২০১৬-এর হিসেবে প্রতিষ্ঠানটির বাজার মূলধন প্রায় £১৫ বিলিয়ন ইউরো। যেকোনো কোম্পানির ধরনে লন্ডন স্টক এক্সচেঞ্জে প্রাথমিক তালিকাভুক্ত কোম্পানির মধ্যে ২৮ তম। [২] হংকং স্টক এক্সচেঞ্জ এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া এর শেয়ারে বাজারেও এটির তালিকাভুক্তি রয়েছে। প্রতিষ্ঠানটির সবচেয়ে বড় শেয়ারহোল্ডার সিঙ্গাপুরের রাষ্ট্রায়ত্ব কোম্পানি টিমাসেক হোল্ডিংস।[৩][৪][৫]
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ১৮৫৩ সালে রাণী ভিক্টোরিয়ার আদেশানুসারে প্রতিষ্ঠিত হয়। চার্টার্ড মুম্বাই, কোলকাতা এবং সাংহাইতে ১৮৫৮ সালে তাদের ১ম শাখা স্থাপন করে। এবং ১৮৫৯ সালে এটি সিংগাপুর ও হংকং এ বিস্তৃতি লাভ করে। এটির প্রথম মুদ্রা "হংকং ডলার" ১৮৬২ সালে প্রকাশিত হয়।[৬]
স্ট্যান্ডার্ড চার্টার্ড নামটি এসেছে ১৯৬৯ সালে দুইটি ব্যাংকের একত্রিত করনের মাধ্যমে। চার্টার্ড শব্দটি এসেছে চার্টার্ড ব্যাংক অফ ইন্ডিয়া,অস্ট্রেলিয়া ও চীন থেকে এবং স্ট্যান্ডার্ড এসেছে স্ট্যান্ডার্ড ব্যাংক অফ ব্রিটিশ সাউথ আফ্রিকা নাম থেকে। শব্দ দুটি মিলে এটি এখন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক নামে পরিচিত।[৭]
২০০৯-এ ব্যাংকটি ঘোষণা দেয় জুলাই ২০১০ থেকে ২০১৩-১৪ ফুটবল মৌসুমে এটি লিভারপুল ফুটবল ক্লাব এর প্রধান স্পন্সর হয়েছে। [৮][৯] এই চুক্তিটি ছিল £৮০ মিলিয়ন ইউরোর।[৮][৯][১০] ২০১৫-২০১৯ পর্যন্ত ও একটি চুক্তি হয়েছে।[১১]
|ইউআরএল=
এর মান পরীক্ষা করুন (সাহায্য)। Standardchartered.com। 19th April,2012। সংগ্রহের তারিখ 19th April,2012। এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ=, |সংগ্রহের-তারিখ=
(সাহায্য)