স্ট্রাথস্পি অ্যান্ড বেডনক ওয়েলফেয়ার ফুটবল অ্যাসোসিয়েশন

স্ট্রাথস্পি অ্যান্ড বেডনক ওয়েলফেয়ার ফুটবল অ্যাসোসিয়েশন
প্রতিষ্ঠিত১৯২৯; ৯৫ বছর আগে (1929)
সদর দপ্তরবেডনক অ্যান্ড স্ট্রাথস্পি, স্কটল্যান্ড
ফিফা অধিভুক্তিনেই
ওয়েবসাইটsbwfa.co.uk

স্ট্রাথস্পি অ্যান্ড বেডনক ওয়েলফেয়ার ফুটবল অ্যাসোসিয়েশন (ইংরেজি: Strathspey and Badenoch Welfare Football Association; এছাড়াও সংক্ষেপে এসবিডাব্লিউএফএ নামে পরিচিত) হচ্ছে স্কটল্যান্ডের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯২৯ সালে প্রতিষ্ঠিত হয়েছে।[] এই সংস্থাটি স্কটিশ ওয়েলফেয়ার ফুটবল অ্যাসোসিয়েশন এবং স্কটিশ ফুটবল অ্যাসোসিয়েশনের সাথে সম্পৃক্ত। এটি এখন পর্যন্ত ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করেনি। এই সংস্থার সদর দপ্তর স্কটল্যান্ডের বেডনক অ্যান্ড স্ট্রাথস্পিতে অবস্থিত।

এই সংস্থাটি ম্যাককুক কাপ, রেভ্যাক কাপ, ম্যাক্লিন কাপ এবং ক্যাপালডি কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Past Winners"। Strathspey and Badenoch Welfare Football Association। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০১৬ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]