স্ট্রিট ড্যান্সার | |
---|---|
পরিচালক | রেমো ডি সুজা |
প্রযোজক |
|
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | শচীন-জিগার |
চিত্রগ্রাহক | তুষার কান্তি রায় |
প্রযোজনা কোম্পানি | |
পরিবেশক | টি-সিরিজ |
মুক্তি | ২৪ জানুয়ারি ২০২০ |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
নির্মাণব্যয় | ৭০ কোটি |
আয় | ৯০ কোটি |
স্ট্রিট ড্যান্সার একটি ভারতীয় চলচ্চিত্র, যার পরিচালক রেমো ডি সুজা এবং এতে অভিনয় করেছেন বরুণ ধবন ও শ্রদ্ধা কাপুর। [১][২] ২০২০ সালের ২৪ জানুয়ারি মুক্তি পাবে।[৩]
চলচ্চিত্রটির প্রথম ধাপের চিত্রগ্রহণ হয় পাঞ্জাবে।[৪] এরপর দ্বিতীয় ধাপের চিত্রগ্রহণ হয় লন্ডনে।[৫]