পূর্ণ নাম | স্তাদ দ্য ফ্রঁস |
---|---|
অবস্থান | জেএসি ডু কর্নিলন নর্ড সাঁ-দ্যনি, ফ্রান্স |
স্থানাঙ্ক | ৪৮°৫৫′২৮″ উত্তর ২°২১′৩৬″ পূর্ব / ৪৮.৯২৪৪৪° উত্তর ২.৩৬০০০° পূর্ব |
গণপরিবহন | সাঁ-দ্যনি – পোর্ত দ্য পারি স্তাদ দ্য ফ্রঁস – সেইন্ট-ডেনিস লা প্লেইন – স্তাদ দ্য ফ্রঁস |
মালিক | কনসোর্টিয়াম স্তাদ দ্য ফ্রঁস |
পরিচালক | কনসোর্টিয়াম স্তাদ দ্য ফ্রঁস |
নির্বাহী কর্মকর্তা | ১৭২ |
ধারণক্ষমতা | ৮১,৩৩৮ (ফুটবল, রাগবি) [২] ৭৫,০০০ (আ্যথলেটিকস) |
আয়তন | ১২৯ x ৭৫ মি (১৩০ x ৮২ ইয়ার্ড) |
উপরিভাগ | গ্রাসমাস্টার টারকেট স্পোর্টস দ্বারা |
নির্মাণ | |
নির্মিত | ২ মে ১৯৯৫ |
চালু | ২৮ জানুয়ারি ১৯৯৮ |
নির্মাণ ব্যয় | €২৯০ মিলিয়ন |
স্থপতি | মিশেল ম্যাকারি[১] আইমেরিক জুবলেনা[১] মিশেল রেগেম্বল[১] ক্লদ কনস্ট্যান্টিনি[১] |
ভাড়াটে | |
ফ্রান্স জাতীয় ফুটবল দল (১৯৯৮–বর্তমান) ফ্রান্স জাতীয় রাগবি ইউনিয়ন দল (১৯৯৮–বর্তমান) স্তাদে ফ্রঁসেজ (নির্বাচিত ম্যাচ) রেসিং ৯২ (নির্বাচিত ম্যাচ) | |
ওয়েবসাইট | |
অফিসিয়াল ওয়েবসাইট |
স্তাদ দ্য ফ্রঁস (ফরাসি উচ্চারণ: [stad də fʁɑ̃s], আক্ষ. 'ফ্রান্সের স্টেডিয়াম') হল প্যারিসের ঠিক উত্তরে সাঁ-দ্যনি, সেন-সাঁ-দ্যনি অঞ্চলে অবস্থিত ফ্রান্সের বহুমুখী জাতীয় স্টেডিয়াম। এ ক্রীড়া মাঠের বসার ধারণক্ষমতা হল ৮১,৩৩৮ জন, যা একে ইউরোপের ষষ্ঠ বৃহত্তম স্টেডিয়ামে পরিনত করেছে। স্টেডিয়ামটি ফ্রান্সের জাতীয় ফুটবল দল এবং ফ্রান্সের জাতীয় রাগবি ইউনিয়ন দল তাদের আন্তর্জাতিক প্রতিযোগিতায় ব্যবহার করে থাকে। বিশ্বের মধ্যে এটি দশম বৃহত্তম স্টেডিয়াম এবং ট্রাক অ্যান্ড ফিল্ড প্রতিযোগিতার জন্য এটি ইউরোপের বৃহত্তম স্টেডিয়াম, যাতে ৭৮,৩৩৮ জন মানুষ বসে খেলা দেখতে পারে। এ স্টেডিয়াম মূলত ১৯৯৮ ফিফা বিশ্বকাপ উপলক্ষে তৈরি করা হয়েছে এবং এর নামকরণ করেছিলেন আয়োজক কমিটির সভাপতি মাইকেল প্লাতিনি। ১৯৯৮ সালের ১২ জুলাই এতে ১৯৯৮ ফিফা বিশ্বকাপের ফাইনালে ফ্রান্স ব্রাজিলকে ৩–০ গোলে পরাজিত করেছিল। এ স্টেডিয়ামেই ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল।
{{#coordinates:}}: প্রতি পাতায় একাধিক প্রাথমিক ট্যাগ থাকতে পারবে না