পূর্ণ নাম | স্তাদ ব্রেস্তোয়া ২৯ | ||
---|---|---|---|
ডাকনাম | লে তি' জেফ (আমাদের বাতাস) লা টিম পাইরেট (জলদস্যু দল) এসবি২৯ | ||
প্রতিষ্ঠিত | ১৯৫০ | ||
মাঠ | স্তাদ ফ্রাঁসিস-লে ব্লে, ব্রেস্ত, ফ্রান্স | ||
ধারণক্ষমতা | ১৫,৯৩১ | ||
সভাপতি | দেনিস লে সাঁত | ||
ম্যানেজার | ওলিভার দাল'ওগলিও | ||
লিগ | লীগ ১ | ||
২০১৯–২০ | ১৪তম | ||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | ||
| |||
স্তাদ ব্রেস্তোয়া ২৯ (ফরাসি উচ্চারণ: [stɑd bʁɛstwɑː]; স্থানীয়ভাবে [ stɒd brestwɒ]; সাধারণত স্তাদ ব্রেস্ত অথবা শুধুমাত্র ব্রেস্ত নামে পরিচিত) হচ্ছে ব্রেস্ত ভিত্তিক একটি ফরাসি পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে ফ্রান্সের শীর্ষ স্তরের ফুটবল লীগ লীগ ১-এ খেলে।[১] এই ক্লাবটি ১৯৫০ সালে প্রতিষ্ঠিত হয়েছে। স্তাদ ব্রেস্তোয়া তাদের সকল হোম ম্যাচ ব্রেস্তের স্তাদ ফ্রাঁসিস-লে ব্লের খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ১৫,৯৩১। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ওলিভার দাল'ওগলিও এবং সভাপতির দায়িত্ব পালন করছেন দেনিস লে সাঁত। ফরাসি রক্ষণভাগের খেলোয়াড় জঁ-কেভিন দুভের্ন এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।