স্তুপাকৃতি মালামাল স্থানান্তর পদ্ধতি

সিয়াটলের বন্দরে একটি নৌকায় মালামাল তোলা হচ্ছে

স্তুপাকৃতি মালামাল স্থানান্তর পদ্ধতি (Bulk material handling) হল প্রকৌশল বিদ্যার একটি শাখা। আকরিক এবং খাদ্য-শষ্য জাতীয় স্তুপাকৃতি মালামাল পরিবহনের জন্য এর প্রয়োজন পড়ে। বাল্ক ম্যাটেরিয়াল হ্যান্ডেলিং ব্যবস্থায় পরিবহনের জন্য যেসব যন্ত্র ব্যবহৃত হয় সেগুলো হল-কনভেয়ার বেল্ট, স্ট্যাকার, রিক্লেইমারস, বাল্ক এলিভেটর, শিপলোডার, আনলোডার, সাটল এবং বিভিন্ন ধরনের হপার, ডাইভার্টার। আবার মালামাল সঞ্চয় করার জন্য ব্যবহৃত হয় স্টক ইয়ার্ড, স্টোরেজ সাইলো বা স্টক পাইল

বাল্ক ম্যাটেরিয়াল হ্যান্ডেলিং ব্যবস্থাগুলোর দেখা পাওয়া যায় বিভিন্ন খনি,সমুদ্র বন্দর(জাহাজে স্তুপাকৃতির মালামাল ওঠানো এবং নামানোর জন্য) এবং বিভিন্ন প্রক্রিয়া করন ব্যবস্থায়(যেমন- লৌহ এবং ইষ্পাত কারখানায়, কয়লা চালিত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে)। বাল্ক ম্যাটেরিয়াল হ্যান্ডেলিং এর মূল উদ্দেশ্য হল উৎপাদন উৎস থেকে মালামাল নির্দিষ্ট স্থানে পৌঁছানো। সঞ্চয়ের ব্যবস্থা করা, ঠিকমত পরিসংখ্যানও এর আওতায় পড়ে।

বহিঃসংযোগ

[সম্পাদনা]