![]() ২০১৪ সালে ১৮৬০ মিউনিখের হয়ে ওর্তেগা | |||
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | স্তেফান ওর্তেগা মোরেনো | ||
জন্ম | ৬ নভেম্বর ১৯৯২ | ||
জন্ম স্থান | হফগাইসমার, জার্মানি | ||
উচ্চতা | ১.৮৫ মিটার (৬ ফুট ১ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | গোলরক্ষক | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | ম্যানচেস্টার সিটি | ||
জার্সি নম্বর | ১৮ | ||
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১২:২২, ২৩ নভেম্বর ২০২৩ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
স্তেফান ওর্তেগা মোরেনো (স্পেনীয়: Stefan Ortega; জন্ম: ৬ নভেম্বর ১৯৯২; স্তেফান ওর্তেগা নামে সুপরিচিত) হলেন একজন জার্মান পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইংল্যান্ডের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটির হয়ে গোলরক্ষক হিসেবে খেলেন।[১][২]
স্তেফান ওর্তেগা মোরেনো ১৯৯২ সালের ৬ই নভেম্বর তারিখে জার্মানির হফগাইসমারে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।