স্পাইডার-ম্যান | |
---|---|
![]() প্রেক্ষাগৃহে মুক্তির পোস্টার | |
পরিচালক | স্যাম রেইমি |
প্রযোজক |
|
চিত্রনাট্যকার | ডেভিড কোয়েপ |
উৎস | স্ট্যান লি ও স্টিভ ডিটকো কর্তৃক স্পাইডার-ম্যান |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | ড্যানি এলফম্যান |
চিত্রগ্রাহক | ডন বুর্গেস |
সম্পাদক | বব মুরাভস্কি আর্থার কোবার্ন |
প্রযোজনা কোম্পানি | |
পরিবেশক | কলম্বিয়া পিকচার্স |
মুক্তি |
|
স্থিতিকাল | ১২১ মিনিট[১] |
দেশ | যুক্তরাষ্ট্র |
ভাষা | ইংরেজি |
নির্মাণব্যয় | $১৩৯ মিলিয়ন[২] |
আয় | $৮২১.৭ মিলিয়ন[২] |
স্পাইডার-ম্যান স্যাম রেইমি পরিচালিত ২০০২ সালের মার্কিন সুপারহিরো চলচ্চিত্র। মারভেল কমিক্সের একই নামের কমিক বইয়ের চরিত্র অবলম্বনে ছবিটির চিত্রনাট্য লিখেছেন ডেভিড কোয়েপ। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন টোবি ম্যাগুইয়ার। অন্যান্য প্রধান ভূমিকায় অভিনয় করেছেন কিয়ার্স্টন ডান্স্ট, উইলেম ডেফো, জেমস ফ্র্যাঙ্কো, রোজমেরি হ্যারিস, ও ক্লিফ রবার্টসন।
স্পাইডার-ম্যান ছবির উদ্বোধনী প্রদর্শনী হয় ২০০২ সালের ৩০ এপ্রিল ফিলিপাইনে এবং যুক্তরাষ্ট্রে ছবিটি মুক্তি পায় ২০০২ সালের ৩ মে। ছবিটি সমালোচকদের প্রশংসা লাভ করে এবং ব্যবসায়িকভাবেও সফল হয়। সেসময়ে এটিই একমাত্র ছবি যা প্রথম সপ্তাহে $১০০ মিলিয়ন আয় করে, প্রথম সপ্তাহের আয়ে সর্বকালের সেরা স্থান অধিকার করে, এবং কমিক বই থেকে নির্মিত সবচেয়ে সফল চলচ্চিত্র। বিশ্বব্যাপী $৮২১.৭ মিলিয়ন আয় করা ছবিটি ২০০২ সালের তৃতীয় সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র এবং সর্বকালের সর্বোচ্চ আয়ের তালিকায় ৫৬তম স্থানে রয়েছে (মুক্তির সময় ছিল সপ্তম)। ছবিটি ৭৫তম একাডেমি পুরস্কারে শ্রেষ্ঠ ভিজুয়াল ইফেক্টস ও শ্রেষ্ঠ শব্দ সংযোজনের জন্য মনোনীত হয়। এই ছবির সাফ্যলের ধারাবাহিকতায় এর আরও দুটি অনুবর্তী পর্ব, স্পাইডার-ম্যান ২ (২০০৪) এবং স্পাইডার-ম্যান ৩ (২০০৭), নির্মিত হয়।
স্পাইডার-ম্যান ছবিটি দুটি বিভাগে (শ্রেষ্ঠ ভিজুয়াল ইফেক্টস ও শ্রেষ্ঠ শব্দ সংযোজন) একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করে। কিন্তু শ্রেষ্ঠ ভিজুয়াল ইফেক্টস বিভাগে দ্য লর্ড অব দ্য রিংস: দ্য টু টাওয়ার্স এবং শ্রেষ্ঠ শব্দ সংযোজন বিভাগে শিকাগো চলচ্চিত্রের কাছে হেরে যায়।[৩] কিয়ার্স্টন ডান্স্ট শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য এম্পায়ার পুরস্কার ও এমটিভি মুভি পুরস্কার লাভ করেন এবং টোবি ম্যাগুইয়ার-কিয়ার্স্টন ডান্স্ট জুটি শ্রেষ্ঠ চুম্বনের জন্য এমটিভি মুভি পুরস্কার লাভ করেন।[৪] ড্যানি এলফম্যান শ্রেষ্ঠ সঙ্গীতের জন্য স্যাটার্ন পুরস্কার ও বিএমআই ফিল্ম ও টিভি পুরস্কার লাভ করেন।[৫]
২০০৩ সালে জানুয়ারি মাসে সনি ঘোষণা দেয় স্পাইডার-ম্যান ছবির অনুবর্তী পর্বের কাজ চলছে, ছবিটি প্রযোজনা ও পরিচালনা করবে স্যাম রেইমি। ২০০৩ সালে ১৫ মার্চ এক ট্রেইলারে প্রকাশিত হয় স্পাইডার-ম্যান ২ ছবিটি ২০০৪ সালের ৩০ জুন মুক্তি পাবে। স্পাইডার-ম্যান ছবির দ্বিতীয় অনুবর্তী পর্ব ও স্পাইডার-ম্যান ধারাবাহিকের শেষ চলচ্চিত্র স্পাইডার-ম্যান ৩ ২০০৭ সালের ৪ মে মুক্তি পায়। এই ছবিটিও পরিচালনা করেছেন স্যাম রেইমি।