স্পিন বল্দাক আফগানিস্তানের কান্দাহার প্রদেশের পূর্বাঞ্চলের একটি অন্যতম জেলা। ভৌগোলিক অবস্থান অনুযায়ী জেলাটির পশ্চিমে দামান জেলা, উত্তর আর্ঘিস্তান জেলা, দক্ষিণে পাকিস্তানের কিল্লা আব্দুল্লাহ জেলা এবং দক্ষিণে শরাবাক জেলা অবস্থিত। ২০০৬ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী, এখানকার জনসংখ্যা ছিল প্রায় ১০০,৪০০ জন। স্পিন বল্দাক হচ্ছে জেলাটির কেন্দ্রীয় শহর, যেটি মূলত পশ্চিম অঞ্চলসমূহ নিয়ে পাকিস্তানের মহাসড়ক বরাবর অবস্থান করছে।
২০০৯ সালের ২১ নভেম্বর তারিখে, রাস্তার পাশে পুতে রাখা বোমা হামলায় ৫ আফগান সীমান্ত পুলিশ নিহত হয়। একই দিনে তালেবান মুখপাত্রের বরাত দিয়ে বলা হয় যে, একজন জেলা পুলিশ কমান্ডারও নিহত হন।[১]
আফগানিস্তানের কান্দাহার প্রদেশ এর এলাকা বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |