স্পেরা জেলা আফগানিস্তানের খোস্ত প্রদেশের দক্ষিণ-পশ্চিম অংশে অবস্থিত একটি জেলা। ভৌগোলিক অবস্থান অনুযায়ী জেলাটির সীমানা: দক্ষিণ ও পশ্চিমে পাক্তিয়া প্রদেশের উত্তরে শামাল জেলা সীমানা, পূর্বে এটি নাদির শাহ কোট ও তানি জেলার সীমানা এবং পাকিস্তান সীমানা ঘিরে রেখেছে। গ্রামটির জনসংখ্যা ২১,৫০০ জন। জেলার কেন্দ্রীয় অংশে অবস্থিত স্পেরা গ্রাম অবস্থিত ।
আফগানিস্তান এর খোস্ত প্রদেশ এর অঞ্চল বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |