ধরন | সর্বজনীন সংবাদ পরিবেশন |
---|---|
শিল্প | গণমাধ্যম |
প্রতিষ্ঠাকাল | ১ জানুয়ারি ১৯৭৮ |
প্রতিষ্ঠাতা | ফ্রেজার সরকার |
সদরদপ্তর | আর্টারমন, নিউ সাউথ ওয়েলস |
প্রধান ব্যক্তি | জর্জ স্যাভিডেস (চেয়ারম্যান ) জেমস টেইলর (ব্যবস্থাপনা পরিচালক ) |
মালিক | অস্ট্রেলীয় সরকার |
বিভাগসমূহ | এসবিএস টেলিভিশন এসবিএস রেডিও |
ওয়েবসাইট | sbs.com.au |
স্পেশাল ব্রডকাস্টিং সার্ভিস (এসবিএস) একটি সংকর অর্থায়নে পরিচালিত একটি অস্ট্রেলীয় সর্বজনীন সংবাদ পরিবেশন সংস্থা । কোম্পানিটির পরিচালনার জন্য তহবিলের প্রায় ৮০ শতাংশ অস্ট্রেলীয় সরকার থেকে আসে। [১] এসবিএস পাঁচটি টিভি চ্যানেল (এসবিএস, এসবিএস ভাইসল্যান্ড, এসবিএস ওয়ার্ল্ড মুভিজ, এসবিএস ফুড এবং এনআইটিভি) এবং সাতটি রেডিও নেটওয়ার্ক (এসবিএস রেডিও ১, ২ এবং ৩, আরবি২৪, এসবিএস চিল, এসবিএস পপদেশী এবং এসবিএস পপএশিয়া) পরিচালনা করে থাকে ।
এসবিএস অনলাইন ডিমান্ড এসবিএস ভিডিও স্ট্রিমিং সার্ভিসের হোম। এসবিএস-এর ঘোষিত উদ্দেশ্য হচ্ছে "বহুভাষিক এবং বহুসাংস্কৃতিক রেডিও এবং টেলিভিশন সেবা প্রদান করা যা সকল অস্ট্রেলীয়কে অবহিত, শিক্ষিত এবং বিনোদন প্রদান করবে এবং তা করতে, অস্ট্রেলিয়ার বহুসাংস্কৃতিক সমাজকে প্রতিফলিত করা"। [২] এসবিএস অস্ট্রেলিয়ার পাঁচটি প্রধান শুল্কমুক্ত নেটওয়ার্কের একটি।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |