স্পেস সায়েন্সেস ল্যাবরেটরি (Space Sciences Laboratory, সংক্ষেপে SSL) মার্কিন যুক্তরাষ্ট্রের বার্কলির ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের একটি "অর্গানাইজড রিসার্চ ইউনিট" (সুসংগঠিত গবেষণা কেন্দ্র)। [১][২] ১৯৫৯ সালে প্রতিষ্ঠিত এই গবেষণাগারটি বিশ্ববিদ্যালয় অঙ্গনের (ক্যাম্পাসের) কাছে বার্কলি হিলস পাহাড়ি এলাকাতে অবস্থিত।[২][৩] গবেষণাগারটি মহাকাশ বিজ্ঞান ক্ষেত্রে অনেক প্রকল্প নির্মাণ করেছে ও করছে, যার মধ্যে বহির্জাগতিক প্রাণ অনুসন্ধান প্রকল্প সেটি অন্যতম।[৪][৫][৬] গবেষণাগারটিতে নির্মিত যন্ত্রপাতিগুলি এ পর্যন্ত ১০০টিরও বেশি কৃত্রিম উপগ্রহে ব্যবহৃত হয়েছে। এখান থেকে বৈদ্যুতিক ক্ষেত্র, মেরুজ্যোতির রঞ্জনরশ্মি, কঠিন রঞ্জনরশ্মি, গামা রশ্মি, মহাজাগতিক রশ্মি ও মহাজাগতিক অণুতরঙ্গ পটভূমি পরিমাপের জন্য ১৫০টিরও বেশি বেলুন ওড়ানো হয়েছে। উপরন্তু গবেষণাগারটি "মেরুজ্যোতি কণা, অতিবেগুনি নিঃসরণ ও সৌরশিখার পরমাণুকেন্দ্রগুলি পরিমাপের জন্য দুই ডজন রকেট নির্মাণ করে উৎক্ষেপ করেছে।[৭] বর্তমানে (২০২৪) গবেষণাগারটিতে চলমান প্রকল্পগুলিকে গ্রহীয় প্রকল্প, ভূ-মহাকাশ প্রকল্প, সৌর ও সৌরপদার্থবিজ্ঞান প্রকল্প এবং জ্যোতিঃপদার্থবিজ্ঞান ও বহিঃগ্রহ প্রকল্প নামক দলে ভাগ করা হয়েছে, যেগুলির পাশাপাশি একটি অভিযান পরিক্রিয়াদি নিয়ন্ত্রণ বিভাগ, একটি প্রকৌশল বিভাগ ও একটি তথ্য গবেষণাগার কর্মরত আছে।[৮]